নীলাঞ্জনা শর্মা মাঝে মধ্যেই নানা ইঙ্গিতবহ পোস্ট করেন। গত বছরের মাঝামাঝি সময় থেকেই তুঙ্গে তাঁর এবং যিশু সেনগুপ্তর বিচ্ছেদের চর্চা। সেই চর্চার আগুনে ঘি দিয়ে এদিন পরপর দুটি ইঙ্গিতবহ পোস্ট করলেন 'সিঙ্গল মাদার' নীলাঞ্জনা।
কী লিখলেন নীলাঞ্জনা?
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে নীলাঞ্জনা শর্মা একটি স্টোরি শেয়ার করেন। সেখানে তাঁকে একটি ছবি শেয়ার করতে দেখা যায় যেখানে লেখা, 'DNA কাউকে বাবা মা বানায় না। তাঁর উপস্থিতি, চেষ্টা এবং কাজ বানায়।' এটার সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন 'আবার পড়ুন এটা।' সঙ্গে এও লেখেন, 'ইফ ইউ নো, ইউ নো।' অর্থাৎ তুমি যদি জানো, তাহলে বুঝবে। নেটিজেনদের অনুমান তিনি এই পোস্ট যিশু সেনগুপ্তকে উদ্দেশ্য করেই করেছেন।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কেবল নীলাঞ্জনা নন, তাঁদের দুই মেয়ে সারা এবং জারা সেনগুপ্তও তাঁদের বাবা যিশু সেনগুপ্তকে আনফলো করে দিয়েছেন ইনস্টাগ্রামে। অভিনেতা আলাদা থাকেন বলেই টলি পাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়। বর্তমানে সারা মুম্বইয়ে নিজের কেরিয়ার তৈরি করছেন। এদিকে নীলাঞ্জনা নতুন করে শুরু করেছেন সবটা। শুরু করেছেন নিজের প্রযোজনা সংস্থা।
এদিন নীলাঞ্জনা আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি নিজেকে সিঙ্গল মাদার বলে আখ্যা দেন। লেখেন, 'আপনি কি শুনেছেন? বাস্তবেও সুপার হিরোর অস্তিত্ব রয়েছে। তাঁদের বলা হয় সিঙ্গেল মাদার।' ক্যাপশনে লেখেন, 'আপনারাই আসল হিরো! আপনাদের জন্য আরও শক্তি।' এতে দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে তবে কি জল্পনার মাঝেই ডিভোর্স হয়ে গিয়েছে নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্তের?
আরও পড়ুন: কার্ল মার্ক্স - লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'