বাংলা নিউজ > বায়োস্কোপ > Raha Kapoor Photos: বড়দিনে প্রকাশ্যে রাহা, রাজ কাপুরের সঙ্গে একরত্তির মিল পেল নেটপাড়া
পরবর্তী খবর
Raha Kapoor Photos: বড়দিনে প্রকাশ্যে রাহা, রাজ কাপুরের সঙ্গে একরত্তির মিল পেল নেটপাড়া
1 মিনিটে পড়ুন Updated: 25 Dec 2023, 04:34 PM ISTSubhasmita Kanji
Raha Kapoor Photos: বড়দিনে প্রকাশ্যে আনা হল রাহা কাপুরের ছবি। কার সঙ্গে তার মিল পেল নেট দুনিয়া?
রণবীর-আলিয়ার মেয়ের সঙ্গে কাপুর বংশের কার মিল পেল নেটপাড়া
বড়দিনে প্রকাশ্যে এল রাহার ছবি। ২০২২ এ নভেম্বর মাসে জন্ম হয় আলিয়া এবং রণবীরের মেয়ে রাহার। তার প্রায় এক বছর পর এই প্রথম ক্রিসমাস উপলক্ষ্যে মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। রাহার ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। সে এত বেশিই মিষ্টি যে ছবি প্রকাশ্যে আসা মাত্রই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। তারপরই রাহার সঙ্গে কাপুর বংশের একজন বিশেষ মানুষের সঙ্গে মিল পেল নেটিজেনরা। কে বলুন তো? রাজ কাপুর।
রাহার সঙ্গে রাজ কাপুরের মিল
এদিন আলিয়া এবং রণবীর মেয়ে রাহাকে নিয়ে বাইরে আসেন। ছোট্ট রাহাকে গোলাপি জামা পরে থাকতে দেখা যায়। সঙ্গে দুটো ঝুঁটি বাঁধা তার মাথায়। তবে সবার নজর কাড়ল রাহার চোখ দুটো। একরত্তির চোখের সঙ্গে তাঁর দাদুর বাবা, অর্থাৎ প্রপিতামহ রাজ কাপুরের চোখের মিল আছে। তবে কেবল রাজ কাপুর নয়, ঋষি কাপুরের চোখের সঙ্গেও মিল আছে রাহার। ছোট্ট রাহার ছবির সঙ্গে ঋষি কাপুরের ছোটবেলার ছবির বেশ মিল আছে। সেই একই রকমের গোলগোল গাল, গোলাপি ঠোঁট।