
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে বচ্চন পরিবার। নেপথ্যে অভিষেক-ঐশ্বর্যর বিয়ে ভাঙার গুঞ্জন। সেই জল্পনায় জল ঢেলে সম্প্রতি অভিষেকের কবাডি টিম ‘জয়পুর পিঙ্ক প্যান্থর’-এর ম্যাচ দেখতে পৌঁছেছিলেন ঐশ্বর্য। সঙ্গে মেয়ে আরাধ্যা, শ্বশুরমশাই অমিতাভ এবং অবশ্যই অভিষেক। আরও পড়ুন-অগস্ত্যকে নিয়ে গিয়েছিলেন আরাধ্যার স্কুলে নাটক দেখতে, ফিরে এসে কী লিখলেন অমিতাভ?
বচ্চন পরিবারের নাতনি হওয়ার জেরে সারাক্ষণ মিডিয়ার ক্যামেরা ঘিরে থাকে আরাধ্যাকে। ১২ বছর বয়সী এই কিশোরীর চলন-বলন থাকে আতসকাচের তলায়। নিজের হেয়ারস্টাইলের জন্য বারংবার ট্রোল হন ঐশ্বর্য কন্যা। তবে নতুন বছরে নতুন লুকে দেখা মিলল অভিষেক তনয়ার। চাইনিজ কাট হেয়ার পালটে ফেলেছেন আরাধ্যা, মাঝখানে সিঁথি, কাঁধ ছাড়িয়েছে লম্বা চুল। প্রথমবারের জন্য ঐশ্বর্যর মেয়ের কপাল দেখতে পেল নেটিজেনরা। যা দেখে অনেকেই খুশি। মজা করে কেউ কেউ লেখেন, ‘মেয়েটার যে কপাল রয়েছে সেটা প্রথমবার দেখতে পেলাম। যাক ভালো’।
মেয়েকে সারাক্ষণ আগলে রাখেন ঐশ্বর্য। আরাধ্যাই তাঁর ধ্যান-জ্ঞান। এর জেরে অনেকসময়ই নেটপাড়ায় সমালোচনার মুখে পড়েন রাই সুন্দরী। মেয়ের ব্যাপারে একটু বেশি ‘প্রোটেক্টিভ’ তিনি, নিন্দকদের কথায় আরাধ্যাকে নিজের মতো করে নিঃশ্বাসও নিতে দেন না ঐশ্বর্য। এয়ারপোর্ট হোক বা অন্য কোনও ইভেন্টে হামেশা মেয়ের হাত ধরে থাকেন অভিনেত্রী। তাই আরাধ্যার বদলে যাওয়া রূপ দেখে অনেকেই অবাক হয়ে লিখেছেন, ‘ঐশ্বর্যই মেয়ের স্টাইল বদলাতে রাজি হলেন! কীভাবে?’
এদিন স্টেডিয়ামে একদম ম্যাচিং আউটফিটেই দেখা মিলল বচ্চনদের। দলের সমর্থনে জয়পুর পিঙ্ক প্যান্থার টিমের জ্যাকেট গায়ে ম্যাচ দেখলেন সকলে। নিরাশ করেনি টিম। এদিনের খেলায় ইউ মুম্বাকে হারিয়ে দেয় জয়পুর পিঙ্ক পান্থার। এদিন গ্যালারিতে বসে কখনও লাফিয়ে উঠল আরাধ্যা, কখনও আবার হাততালিতে ভরিয়ে দিল টিমের খেলোয়াড়দের।
বান্টি ওয়ালিয়ার সঙ্গে মিলে ২০১৪ সালে এই কবাডি দলটি কিনেছিলেন অভিষেক। প্রসঙ্গত, ধীরুভাই আম্বানি স্কুলের ছাত্রী আরাধ্যা। গত মাসেই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যার অভিনয় নজর কেড়েছিল নেটপাড়ার। বচ্চনের নাতনির পারফরম্যান্সের ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয় সোশ্যালে। নাতির অভিনয়ে মুগ্ধ হন অমিতাভও। ব্লগে আরাধ্যাকে নিয়ে তিনি লেখেন, ‘আমাদের সকলের জন্য এটি একটি আনন্দ এবং গর্বের মুহূর্ত… মঞ্চে কী সুন্দর সাবলীল আমাদের ছোটটি… অবশ্য আর ছোট বলা যাবে না… '। ‘বংশধরের কৃতিত্বে গর্ব ও আনন্দ হচ্ছে’, জানান বিগ বি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports