বাংলা নিউজ > বায়োস্কোপ > নেহার জন্মদিনের পার্টিতে যুজবেন্দ্র-ধনশ্রী, দেখা নেই স্বামী রোহনের! অন্দরের ছবি
পরবর্তী খবর
নেহার জন্মদিনের পার্টিতে যুজবেন্দ্র-ধনশ্রী, দেখা নেই স্বামী রোহনের! অন্দরের ছবি
1 মিনিটে পড়ুন Updated: 09 Jun 2023, 11:21 AM ISTPriyanka Bose
ইনস্টাগ্রামে যুজবেন্দ্র, ধনশ্রী এবং পরিবারের সকলের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করে নেহা। কেক কেটে পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতে উঠেছিলেন গায়িকা। তবে এই পার্টিতে নেহার স্বামী রোহপ্রীতের দেখা মেলেনি। কোনও ছবিতেই দেখতে পাওয়া গেল না তাঁর।
নেহার জন্মদিন পার্টির ছবি
৩৫-এ পা রাখলেন অভিনেত্রী নেহা কক্কর। বন্ধু এবং পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের ছবি ভাগ করে নিয়েছেন গায়িকা। নেহার জন্মদিন পার্টিতে যোগ দিয়েছেন ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী। গায়িকার পারিবারির পার্টিতে যোগ দিয়েছেন তাঁর ভাই টোনি কক্কর এবং বোন সোনু কক্করও। তবে নেহার স্বামী রোহপ্রীত সিংয়ের দেখা মেলেনি এই পারিবারিক পার্টিতে।
ইনস্টাগ্রামে যুজবেন্দ্র, ধনশ্রী এবং পরিবারের সকলের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করে নেহা লেখেন, ‘জন্মদিন ০৬.০৬.২০২৩’। জন্মদিন পার্টিতে ফুলেল প্রিন্টের বেগুনি এবং হলুদ রঙের পোশাকে দেখা মেলে গায়িকার। একটি ছবিতে তাঁকে যুজবেন্দ্রর সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। সাদা শার্ট এবং ধূসর প্যান্টে দেখা যায় তারকা ক্রিকেটারকে। অন্যদিকে ধনশ্রী প্রিন্টেড শর্ট পোশাক পরেছিলেন। আরও পড়ুন: রোদের আলপনা চিকন ত্বকে, 'সোনালী মূহূর্তে' জাহ্নবী যেন অপ্সরা