বিয়ের আসরে অতিথিদের আপ্যায়ন করলেন শ্বেতা-রুবেল। একসঙ্গে বসে খাওয়াদাওয়া করে কোন গোপনে মন ভেসেছে-র টিম। তাঁদের আপ্যায়নের মাঝেই কেউ একজন বললেন, ‘লজ্জা করে খাও।’
Ad
নিমফুলের মধু-র বর্ষা-পিকলু
ঘটা করে বিয়ের পর্ব মেটার পর মঙ্গলবার বারাসতে বসেছিল রুবেল-শ্বেতার রিসেপশন। আর সেই বউভাতের দেখা মিলেছে ‘নিম ফুলের মধু’র গোটা টিমকে। ইতিমধ্যেই টলি তারকার রিসেপশনের ছবি অনেকেই দেখে ফেলেছেন। তবে এরই মাঝে একান্তে দেখা মিলল ‘নিম ফুলের মধু’-র 'বর্ষা ও পিকলু'র।
বিয়েবাড়িতে এসে কী খাচ্ছিলেন তাঁরা?
চুপি চুপি পকোড়া খেতে দেখা গেল এই জুটিকে। বর্ষা ও পিকলুকে একসঙ্গে দেখে কেউ একজন জিগ্গেস করলেন, ‘এই এখানেও দুজন একসঙ্গে?’ উত্তরে 'বর্ষা' ওরফে শৈলী ভট্টাচার্য হাত নেড়ে হাসতে হাসতে বলেন, ‘সব সময়, (অলওয়েজ)’। আর ‘পিকলু’ ঋষভ চক্রবর্তী সাফ বলে দেন, ‘দেখা হয়না তো কী হয়েছে, ছুটি থাকেনা তো কী হয়েছে, কিন্তু সবসময় একসঙ্গে।’ সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তাঁদের স্টার্টার খাওয়ার মুহূর্ত…।