দিলজিৎ দোসাঞ্জের 'সর্দারজি থ্রি' বিতর্কে এবার সরব অভিনেতা নাসিরুদ্দিন শাহও। ফেসবুকে একটি পোস্ট লিখে দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন করেছেন তিনি। নাসিররুদ্দিন শাহ লিখেছেন, দিলজিৎ হানিয়া আমিরকে এই ছবিতে কাস্ট করতে রাজি হয়েছিলেন কারণ তাঁর মন বিষে ভরা ছিল না। একই সঙ্গে তিনি লিখেছেন যে তিনি পাকিস্তানে তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করাও চালিয়ে যাবেন, সেজন্য যারা তাঁকে পাকিস্তানে পাঠাতে চান, তাঁর নিজেরই কৈলাসায় যাওয়া উচিত।
ঠিক কী বলেছেন নাসিরুদ্দিন শাহ?
নাসিরুদ্দিন শাহ ফেসবুকে লেখেন, 'আমি দৃঢ়ভাবে দিলজিৎ দোসাঞ্জের পাশে দাঁড়াচ্ছি। জুমলা পার্টির নোংরা কুৎসা বিভাগ তাঁকে আক্রমণ করার সুযোগ খুঁজছিল। অবশেষে সেই সুযোগ পেয়েছেন বলে মনে করছেন তাঁরা। ছবির কাস্টিংয়ের দায়িত্বে তিনি ছিলেন না, পরিচালকের দায়িত্বে ছিল। তবে পরিচালক কে তা কেউ জানে না যখন গোটা বিশ্ব দিলজিৎকে চেনে এবং তিনি ওই অভিনেতাদের সঙ্গে কাজে রাজি হয়েছিলেন কারণ তাঁর মন বিষে পূর্ণ নয়। এই গুন্ডারা ভারত ও পাকিস্তানের জনগণের মধ্যে ব্যক্তিগত কথোপকথন বন্ধ করতে চায়। আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুবান্ধব সেখানে রয়েছেন এবং কেউ আমাকে তাঁদের সঙ্গে-দেখা করতে এবং তাঁদের জন্য ভালবাসা পাঠাতে বাধা দিতে পারেন না। যাঁরা আমাকে বলতে চান, পাকিস্তানে যাও, তাঁদের প্রতি আমার উত্তর, কৈলাসায় যাও। '
আরও পড়ুন-'তাকিয়ায় হেলান দিয়ে সিনেমা দেখবেন তো মুজরা দেখতে যান, সিনেমা নয়…', কেন চটলেন পরেশ রাওয়াল?