বাংলা নিউজ > বায়োস্কোপ > Mukesh Khanna: আরও একবার পর্দায় ফিরছেন 'শক্তিমান' মুকেশ খান্না, তবে এবার নতুন রূপে…
পরবর্তী খবর
Mukesh Khanna: আরও একবার পর্দায় ফিরছেন 'শক্তিমান' মুকেশ খান্না, তবে এবার নতুন রূপে…
1 মিনিটে পড়ুন Updated: 25 Feb 2024, 10:27 AM ISTRanita Goswami
'আমার প্রজেক্ট মার্শাল একজন অবসরপ্রাপ্ত RAW অফিসারের গল্প। গল্পটি ৮-১০ পর্বের উপরে বলা হবে। আমি যদি এটা নিয়ে সিনেমা বানাতাম, তাহলে এটা তৈরি করতে আরও বেশি সময় লাগত। আমি আর অপেক্ষা করতে চাইনা। আমি শীঘ্রই এটা তৈরি করে প্রকাশ করার আশায় রয়েছি।
'শক্তিমান' মুকেশ খান্না
পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় 'শক্তিমান'। নাহ, এবার আর তিনি ‘শক্তিমান’ নন, এবার তিনি একজন অবসরপ্রাপ্ত RAW অফিসার ‘মার্শাল’। এর আগে জানা গিয়েছিল ‘মার্শাল’কে তিনি সিনেমার পর্দা নয়, ওয়েব শোর মাধ্য়মে পর্দায় আনার পরিকল্পনা করেছেন। মুকেশ খান্না জানিয়েছিলেন, ‘কোভিড ও পরবর্তী সময়ে দেখেছি OTT শোগুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।’
আমি খেয়াল করেছি দর্শক এখন যেমন টিভি দেখতে পছন্দ করেন তেমনই তাঁরা OTT-তেও বিভিন্ন বিষয়বস্তু দেখতেও পছন্দ করেন। আমার প্রজেক্ট মার্শাল একজন অবসরপ্রাপ্ত RAW অফিসারের গল্প। গল্পটি ৮-১০ পর্বের উপরে বলা হবে। আমি যদি এটা নিয়ে সিনেমা বানাতাম, তাহলে এটা তৈরি করতে আরও বেশি সময় লাগত। আমি আর অপেক্ষা করতে চাইনা। আমি শীঘ্রই এটা তৈরি করে প্রকাশ করার আশায় রয়েছি।'
এদিকে আবার মুকেশ খান্নার শো 'শক্তিমান' ও 'সৌতেলা'ও আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে। সেবিষয়ে মুকেশ খান্না বলেন, ‘মহামারীর সময় শক্তিমান দর্শকদের জন্য পুনরায় চালানো হয়েছিল। এখন, আবারও শোটি দূরদর্শনে দেখানো হবে। আমার পুরনো আরও একটা শো সৌতেলাও আবার দূরদর্শনের পর্দায় ফিরিয়ে আনা হতে চলেছে। দূরদর্শনের তরফে এগুলি দেখানোর জন্য আবার আগ্রহ দেখানো হয়েছে, আর তাই আমি ওঁদের শোগুলি পুনরায় সম্প্রচারের জন্য সম্মতি দিয়েছি।’