গত সপ্তাহেই মা হতে চলার সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন ইলিয়ানা ডিক্রুজ। তবে অভিনেত্রীর আনন্দের দিনে অনেকেই অহেতুক তাঁর প্রশ্নবাণে বিঁধতে ছাড়েননি। নীতিপুলিশরা প্রশ্ন তুলেছেন, ‘এই সন্তানের বাবা কে?’ মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা। 'অবিবাহিত' নায়িকার মা হওয়ার খবরে চমকে গিয়েছেন অনেকেই। যদিও এখন পর্যন্ত কোনও কটাক্ষের জবাব দেননি বা জবাব দেওয়ার প্রয়োজনবোধ করেননি ‘বরফি’ খ্যাত অভিনেত্রী।
তবে মাতৃত্বের স্বাদ ভরপুর নিচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ। গর্ভাবস্থার প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন এই বলি সুন্দরী, সেই ঝলকই উঠে এল তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। ‘প্রেগন্যান্সির সুবিধা’র কথা এদিন শোনালেন ইলিয়ানা। বোনের হাতে তৈরি ব্ল্য়াক ফরেস্ট কেকে এদিন কামড় বসাতে দেখা গেল হবু মা-কে। সেই ছবির ক্যাপশনে ইলিয়ানা লেখেন, ‘প্রেগি পার্কস’ (গর্ভবতী হওয়ার সুবিধা)। গোটা কেকের ছবি পোস্ট করে ইলিয়ানা লেখেন, বোন নিজের হাতে বানিয়েছে বলে এই কেক আরও স্পেশ্য়াল তাঁর কাছে। অন্তঃসত্ত্বা হওয়ার জেরে ডায়েটের চিন্তা না করে মন খুলে খাওয়া-দাওয়া করার সুযোগ পাচ্ছেন নায়িকা, এ কী কম বড় পাওয়া?

ইলিয়ানার ইনস্টা স্টোরি
গত মঙ্গলবার ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমন বার্তা জানান এই সুন্দরী। প্রথমটিতে ছিল সদ্যোজাতর সাদাকালো পোশাকের একটি ছবি, তার উপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘Mama’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা। ছবির বিবরণীতে লেখেন, ‘সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না'।
দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়,গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। পথ আলাদা হয় দুজনের। এরপর গত বছর ইলিয়ানার লাভ লাইফ নিয়ে নতুন তথ্য সামনে আসে।
জানা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা জুটির প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা।
রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইলিয়ানা। একটা সময় বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন, তবে দীর্ঘদিন রুপোলি পর্দায় দেখা মেলেনি ইলিয়ানার। শেষবার অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলেছে ইলিয়ানার।