আরজি কর কাণ্ড নিয়ে এদিন পথে নেমেছিলেন টলিউডের কলাকুশলীরা। সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় শুভশ্রী, শ্রাবন্তী, আবির, অঙ্কুশদের। আর এদিনই এতদিন পর এই বিষয়ে মৌনতা ভাঙলেন মিঠুন চক্রবর্তী। গোটা ঘটনার তীব্র বিরোধিতা করে কী জানালেন মহাগুরু?
আরজি কর নিয়ে কী জানালেন মহাগুরু?
মিঠুন চক্রবর্তী এদিন আরজি কর নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলতে শোনা যায়, 'আমি অনেকদিন ধরে অনেক জায়গায় বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি।'
বিজেপি নেতা এদিন একই সঙ্গে বলেন, 'ওঁর পরিবারের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি রইল আমার। আমার কাছে এখন সবথেকে বড় চাওয়া হল যাঁরা এটার সঙ্গে যুক্ত তাঁদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে গ্রেফতার করা হোক। শাস্তি দেওয়া হোক।'
কী ঘটেছে আরজি করে?
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ। প্রথমে আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়া হলেও পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে জানা যায় তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপাতত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিন্সিপালকেও। গোটা বিষয় নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। পথে নেমেছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: আরজি করের বিচার চেয়ে পথে নামল টলিউড, মমতার সমর্থক হয়েও মিছিলে পা মেলালেন রাজ, শ্রাবন্তী সহ কারা?
টলিউডের মিছিল
এদিন আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নামে গোটা টলিউড। তাঁরা টেকনিশিয়ান স্টুডিও থেকে আরজি করের উদ্দেশ্যে যান। পথে হাঁটতে দেখা যায় রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজনন্দিনী পাল, প্রমুখকে।