সমরেশের জীবনের নতুন অধ্যায় শুরু হল। শাশুড়ি পেল মিঠাই। 'মনোহরা'য় এখন উৎসবের রেশ। আনন্দে মেতে উঠেছে পরিবারের সদস্যরা।
সকলের আবদার মেনে গান ধরে অনুরাধা। গিটারে সিদ্ধার্থ। দু'জনের যুগলবন্দিতে আপ্লুত মোদক পরিবার। এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। এর পর একই আবদার রাখা হয় সমরেশের কাছে। গান করতে হবে শুনে হতবাক সে। দ্বিধাগ্রস্তও বটে। অজুহাত দিয়ে বলে, তার গলায় সুর নেই। কিন্তু হল্লা পার্টির থেকে কী অত সহজে ছাড় মেলে! অত:পর গান ধরতেই হল। বরের সঙ্গে সুর মেলালো অনুরাধা।
গান শেষে নাচের পালা। বাড়িতে নতুন সদস্যের আগমন। উচ্ছ্বাস যেন বাধ মানতে চায় না! 'টাপা টিনি'র নাচে নেচে ওঠে মিঠাই এবং শ্রীতমা। তাদের তালে তাল মেলায় নন্দা আর পিঙ্কি। লেন্সবন্দি হয়ে থাকে আনন্দের মুহূর্তরা। শ্রী জানায়, অনুরাধাকে সে ডাকবে 'মিমি' বলে। সিড ডাকবে 'ম্যাম'।
এমন দিনে খাওয়াদাওয়া না হলে কী চলে! পেটপুজো হবে বিরিয়ানি দিয়ে। খাওয়াদাওয়া শুরু হতেই নতুন বিপদ! আচমকাই বেঁকে বসে নীপা। অনশন শুরু করে সে। দাবি, বাড়ির বড়দের এ বার তার বিয়ের কথা ভাবতেই হবে। না হলে হুলস্থূল কাণ্ড করবে সে।
তবে কি ফের বিয়ের সানাই বাজবে 'মনোহরা'য়? নীপার ইচ্ছেপূরণ হবে? এখন সেটাই দেখার।