মাঘ পড়িয়া গিয়াছে। বিয়ের মরশুমে ফিরিয়া আসিছে। না না, মজা নয়। এখন আবার চারদিকে বেজে উঠবে সানাই। এর মাঝে বেনারসি পরে নতুন কনেটি হয়ে ধরা দিলেন মিমি চক্রবর্তী। ব্যাপারটা কী? মাঘের শুরুতেই এ হেন বেশ, তবে কি অভিনেত্রী বিয়ে করছেন?
বিয়ের সাজে মিমি চক্রবর্তী
বৃহস্পতিবার মিমি চক্রবর্তী সকাল সকাল নববধূর সাজে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে লাল বেনারসি, সোনার গয়না, শোলার মুকুট পরে থাকতে দেখা যাচ্ছে। এদিকে হাতে আছে মাইক, গিটার। সবটা দেখে শুনে অবাক বনে গিয়েছেন তাঁর ভক্তরা। তবে এই মাঘে তিনিও বিয়ে করতে চলেছেন? না না, বিষয়টা তেমন কিছু নয়। আসলে শীঘ্রই মিমি চক্রবর্তীর প্রোডাকশন এবং অভিনয়ে আসছে নতুন মিউজিক ভিডিয়ো ভাল লাগছে না। সেটার প্রথম পোস্টার হল এটি। আগামী ২৮ জানুয়ারি মুক্তি পাবে গানটি। তার আগে তিনি এটির এক ঝলক ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।
আরও পড়ুন: 'সময়টা আমার, ভাষাটাও আমার...' ভক্তকে গালাগালি দেওয়ার পর সাফাই রূপমের, শেখালেন সেলফি তোলার নিয়ম
আরও পড়ুন: টুয়েলভথ ফেল সহ এবারের অস্কারের দৌড়ে ভারতের ৩টি ছবি! শাহরুখের ডাঙ্কি আছে কি তালিকায়?
মিমি এদিন তাঁর পোস্টে লেখেন, 'এমন একটি কথা যেটা আমাদের বাঙালিদের সাথে জুড়ে আছে, আমাদের প্রথম পোস্টারটি রইল আপনাদের জন্য, ২৮ শে জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।'
কে কী বলছেন?
অনেকেই তাঁর পোস্টে কমেন্ট করেছেন। অভিনেত্রী পার্নো মিত্র লেখেন, 'দারুণ দেখাচ্ছে।' এক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, 'এঁরও প্রোডাকশন হাউজ! ভালোই। টলিউডে আজকাল একটা দুটো ছবিতে কাজ করতে না করতেই সবাই একটা করে প্রযোজনা সংস্থা খুলে বসছে।' অভিনেত্রীর অন্যান্য ভক্তরা জানিয়েছেন তাঁরা তাঁর এক কাজ দেখার জন্য মুখিয়ে আছেন। এই পোস্টার তাঁদের ভালো লেগেছে বলেও জানান।
আরও পড়ুন: 'ও অনেকটা বাবার মতোই', WBFJA-এর মঞ্চে মৃণাল সেনের স্মৃতি সম্মানে সম্মানিত অঞ্জন দত্ত, খুশি কুণাল সেন
মিমি চক্রবর্তীর প্রজেক্ট
মিমি চক্রবর্তীকে বর্তমানে যাহা বলিব সত্য বলিব সিরিজে দেখা যাচ্ছে। এটি তাঁর প্রথম সিরিজ যেখানে তিনি উকিলের চরিত্রে ধরা দিয়েছেন। তাঁর বিপরীতে আছেন টোটা রায়চৌধুরী। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজ।