বাংলা নিউজ > বায়োস্কোপ > Michael Jackson Biopic: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, কিংবদন্তি পপ তারকার চরিত্রে তাঁরই ভাইপো জাফর
পরবর্তী খবর
Michael Jackson Biopic: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, কিংবদন্তি পপ তারকার চরিত্রে তাঁরই ভাইপো জাফর
1 মিনিটে পড়ুন Updated: 01 Feb 2023, 11:48 AM ISTPriyanka Bose
Michael Jackson Biopic: পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ আসতে চলেছে বড় পর্দায়। নাম ভূমিকায় থাকছেন তাঁরই ভাইপো জাফর জ্যাকসন। হলিউড পরিচালক আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবন অবলম্বনে পর্দায় মাইকেল জ্যাকসনের জীবনী তুলে ধরবেন। যার নাম ‘মাইকেল’।
‘মাইকেল’-এ কিংবদন্তি পপ তারকার চরিত্রে তাঁরই ভাইপো জাফর জ্যাকসন।
বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন। তাঁকে বলা হয় ‘কিং অফ পপ’। ২০০৯ সালের ২৫ জুন না ফেরার দেশে পাড়ি দেন পপ সম্রাট। মৃত্যুর এত বছর পরও তিনি সমান জনপ্রিয় ভক্তদের কাছে। এবার রুপোলি পর্দায় আসছে কিংবদন্তি শিল্পীর বায়োপিক। হলিউড পরিচালক আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবন অবলম্বনে পর্দায় মাইকেল জ্যাকসনের জীবনী তুলে ধরবেন। যার নাম ‘মাইকেল’।
লায়ন্সগেট প্রযোজিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। জানা গিয়েছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফর্মেন্স। সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। আরও পড়ুন: কেএল রাহুল ‘নম্র’, ওঁকে পেয়ে আথিয়া ভাগ্যবান, জামাই প্রসঙ্গে বললেন সুনীল শেট্টি
পরিচালক আন্তোয়েন ফুকওয়া নেটমাধ্যমের পাতায় জাফরের মুনওয়াকের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তাঁর ভাইপো জাফর জ্যাকস। ‘মাইকেল’-এর অন্যতম প্রযোজক গ্রাহাম কিং। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা করেছিলেন তিনি। গোটা দুনিয়া জুড়ে মাইকেলের চরিত্রের জন্য অভিনেতার খোঁজ চলছিল। এ প্রসঙ্গে গ্রাহাম জানিয়েছেন, 'জাফারকে আমি প্রথম দেখি দু’বছর আগে। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কী ভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফারের মধ্যে।’