২০২৫ সাল অর্থাৎ চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গি হামলায় নিহত হন একাধিক নিরপরাধ পর্যটক। এই ঘটনায় উত্তপ্ত হয় ভারত পাকিস্তানের সম্পর্ক। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত, যার মধ্যে অন্যতম ছিল পাকিস্তানি শিল্পীদের অ্যাকাউন্ট ভারতে ব্যান করে দেওয়া।
পাকিস্তানি শিল্পী যেমন মাহিরা খান, ফাওয়াদ খান, মাওরা হোকেন, ইউমনা জাইদি, হানিয়া আমির, আতিফ আসলাম সহ বেশ কয়েকজন পাকিস্তানী শিল্পীদের অ্যাকাউন্ট ব্লক করা হয় ভারতের তরফ থেকে।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
তবে বিগত ২ মাস বন্ধ থাকার পর ১ জুলাই থেকে কিছু কিছু পাকিস্তানি শিল্পীদের অ্যাকাউন্ট ফের চালু করা হয়েছে। ইতিমধ্যেই মাওরা হোকেনের পোস্ট ভারত থেকে দৃশ্যমান হয়েছে, মাওরা ছাড়াও এই তালিকায় রয়েছেন সাবা কামার এবং ইউমনা জাইদি। তবে কেন বা কীভাবে পাকিস্তানি অভিনেত্রীর অ্যাকাউন্ট অ্যাকসেস যোগ্য হয়েছে, তার সদুত্তর এখনও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের স্বপক্ষে কথা বলেছিলেন মাহিরা খান, মাওরা হোকেন। শাস্তি স্বরূপ ‘সনম তেরি কসম’ এবং ‘রইস’ পোস্টার থেকে সরিয়ে দেওয়া হয় অভিনেত্রীদের ছবি। ‘সনম তেরি কসম’ খ্যাত হর্ষবর্ধন জানিয়ে দেন ছবির দ্বিতীয় পর্বে তিনি কোনওভাবেই অভিনয় করবেন না মাওরার সঙ্গে।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
অন্যদিকে দিলজিতের বিপরীতে ‘সর্দার জি ৩’ ছবিতে হানিয়া আমিরের অভিনয় নিয়ে এখন তোলপাড় নেট দুনিয়া। অনেকেই মেনে নিতে পারছেন না পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে দিলজিতের অভিনয় করার বিষয়টি। কিন্তু এতকিছুর পরেও মাওরার অ্যাকাউন্ট ভারতের দৃশ্যমান হওয়ায় একাধিক প্রশ্ন জেগেছে মানুষের মনে।তবে কি আবার সবকিছু স্বাভাবিকের পথে?