বাংলা নিউজ > বায়োস্কোপ > শিকাগো আর্ট মিউজিয়ামে স্বামী বিবেকানন্দকে অনন্য শ্রদ্ধার্ঘ্য মনোময়ের
পরবর্তী খবর
১১ সেপ্টেম্বর ১৮৯৩। এই দিনেই স্বামী বিবেকানন্দ আমেরিকায় শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন, যা আজও সমান প্রাসঙ্গিক। এরপর যুগের পর যুগ প্রচুর ভারতীয় ঐতিহাসিক স্থান শিকাগো আর্ট মিউজিয়াম পরিদর্শনে যান।
পুজোর সময় গানের অনুষ্ঠানের জন্য শিকাগোয় গিয়েছিলেন গায়ক মনোময় ভট্টাচার্য। সেখানে শিকাগো আর্ট মিউজিয়াম পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। কয়েক মিনিটের ভিডিয়োয় শিহরণ জাগানো অনুভূতির মুহূর্তকে সাক্ষী রেখে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন ক্যামেরার সামনে। ফাঁকা দর্শকাসনের মাঝে দাঁড়িয়ে একটি গান গেয়ে ওঠেন মনোময়।
আরও পড়ুন: Indian Idol 13: ইন্ডিয়ান আইডলের মঞ্চে ড্রিম এন্ট্রি শর্মিলার, ‘মেরে সপনো কি রানি’-তে নাচ নায়িকার