উচ্চশিক্ষার জন্য গত বছর বিদেশ পাড়ি দেন অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। বিশ্ব সাহিত্যে ডিসটিংশন ‘লক্ষ্মী ছেলে’র। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয় জগতে পদার্পণ।
উজানের প্রথম আত্মপ্রকাশ পাভেল পরিচালিত ছবি ‘রসগোল্লা’য়। এই ছবিতে সকলে উজানকে দেখেছে নবীনচন্দ্র দাসের চরিত্রে। যিনি রসগোল্লা আবিষ্কার করেছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর স্নাতকোত্তরের বিষয় ছিল বিশ্বসাহিত্য। আরও পড়ুন: এ বার বড় পর্দায় রোহন ভট্টাচার্য, পরিচালনায় ‘কড়া পাক’ পরিচালক সৌরদীপ
পরিচালক-অভিনেতাদ্বয় কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায় পুত্র উজান গঙ্গোপাধ্যায়। পড়াশোনার শেষ করে কিছুদিন আগে দেশে ফিরে এসেছেন তিনি। ৭ সেপ্টেম্বর (২০২২) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর স্নাতকোত্তরের ফলাফল প্রকাশিত হয়েছে। অক্সফোর্ড থেকে ডিসটিংশন পেয়ে পাশ করেছেন এই তরুণ অভিনেতা। আরও পড়ুন: ৭৩-এ পা দিলেন রাকেশ রোশন! বাবার জন্মদিনের কী ব্যবস্থা করেছিলেন ছেলে হৃতিক?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তনী কৌশক গঙ্গোপাধ্যায়। ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।। ছেলে উজানও বাবা-মায়ের মতোই কৃতি ছাত্র। মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি উজানের অভিনয় দক্ষতাও দর্শক দেখে ফেলেছে ইতিমধ্যে। আরও পড়ুন: ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ডেট করছেন ইলিয়ানা! আসল গল্প ফাঁস করে দিলেন করণ জোহর