সিল করে দেওয়া হলো সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের আবাসন প্রভুকুঞ্জ । শনিবার বৃহন্মু্ম্বই পুরসভা ( বিএমসি ) কর্তৃপক্ষের তরফ থেকে করোনা ভাইরাস অতিমারীর আবহে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । তবে শিল্পী এবং তাঁর পরিবারের সকলেই সুরক্ষিত আছেন বলেই জানা গিয়েছে ।শনিবার শিল্পীর পরিবারের তরফ থেকে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় , ' অনুগ্রহ করে আমাদের পরিবারের স্বাস্থ্য সম্পর্কে কোনো গুজবে কান দেবেন না । আমাদের এই আবাসনে একাধিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন । তাঁদের এবং বাকি সদস্যদের সুরক্ষার খাতিরেই পুরসভার পক্ষ থেকে এই সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । আমরা যতটা সম্ভব সুরক্ষাবিধি মেনে চলার চেষ্টা করছি । ঈশ্বরের এবং আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমাদের পরিবার এখনো সুরক্ষিত আছে ' । গতকাল সন্ধ্যা থেকেই একের পর এক ফোন আসতে থাকে শিল্পীর টেলিফোনে । প্রভুকুঞ্জ আবাসন সিলের ঘটনা শুনে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন । কিন্তু সকলকে আস্বস্ত করে শিল্পীর পরিবার নিশ্চিন্ত থাকতে বলেন । এমনকি তাঁদের মূল উৎসব গনেশ চতুর্থীর উদযাপনও এবার অত্যন্ত সাধারণ ভাবেই হয়েছে বলেই জানানো হয়েছে বিবৃতিতে ।মুম্বইতে শুধু লতার আবাসনই নয় ,পুরসভার তরফ থেকে অমিতাভ বচ্চনের বাংলোকেও সিল করা হয়েছিল ।বিগ বি নিজে এবং তাঁর পরিবারের তিন সদস্য , পুত্র অভিষেক , পুত্রবধূ ঐশ্বর্য এবং নাতনি আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল । এক নিরাপত্তা রক্ষীর রিপোর্ট পজিটিভ আসায় অভিনেত্রী রেখার বাংলোও সিল করে বিএমসি । তাছাড়া অভিনেতা আমির খান , এবং বনি কাপুর , প্রযোজক করণ জোহর সকলেই জানিয়েছিলেন তাঁদের একাধিক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন ।