ফেস্টিভ সিজনে অনেকেরই পছন্দের পোশাক লেহেঙ্গা। দুর্দান্ত প্যাস্টেল রঙের লেহেঙ্গায় ল্যাকমে ফ্য়াশন উইক ২০২৩-এ ব়্যাম্পে ধরা দিলেন অভিনেত্রী তারা সুতারিয়া। LFW রানওয়েতে শো-স্টপার হিসেবে তারা সুতারিয়ার উপস্থিতি ছিল অনবদ্য। ফ্যাশন ইভেন্টের চতুর্থ দিনে ডিজাইনার মহিমা মহাজনের শোস্টপার হয়েছিলেন এই অভিনেত্রী।
এ দিন ব়্যাম্পে ডিজাইনারের কালেকশন থেকে ক্রিম-হ্যুড লেহেঙ্গা সেট পরেছিলেন তারা। লেহেঙ্গার উপর অর্গানজা ড্রেপিংটি হাইলাইট করেছে। লেহেঙ্গা সেটটি ফ্লোরাল প্রিন্টের প্যাটার্ন-ক্ল্যাশ দিয়ে সাজানো। তারার লেহেঙ্গা জুড়ে সূক্ষ্ম সিক্যুইনের কাজ। ব্র্যালেট-স্টাইলের ব্লাউজের সঙ্গে লেহেঙ্গা পরেছেন তারা। অলঙ্কার হিসেবে রয়েছে হেভি ডিউটি নেকলেস এবং ম্যাচিং মাঙ টিকা। আরও পড়ুন: চকচক করছে গা, স্পষ্ট কলারবোনের খাঁজ! উৎসবের মেজাজে শাড়িতে অচেনা মিমি
এর আগে ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার লেবেল আন্নুর ক্রিয়েশনের শো-স্টপার হয়েছিলেন তারা। রানি গোলাপি রঙের ভারী এমব্রয়ডারি করা লেহেঙ্গার সঙ্গে ব্লাউজ, শিফন দোপাট্টা পরেছিলেন তিনি।
গত বছর, ঝলমলে কালো লেহেঙ্গা পরে ল্যাকমে ফ্য়াশন উইকের ব়্যাম্পে দেখা মিলেছিল তারা সুতারিয়ার। সঙ্গে মাথায় পরেছিলেন তুলে ওড়না। ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার আয়শা রাওয়ের জন্য র্যাম্পে হেঁটেছিলেন অভিনেত্রী।

তারা সুতারিয়া
প্রসঙ্গত, ২০১৯-এ স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২ দিয়ে বলিউডে পা রাখেন তারা সুতারিয়া। অভিনয় ছাড়াও সঙ্গীতশিল্পী হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। তারা অবশ্য ২০১২ সালে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সঙ্গীতশিল্পী হিসাবেই। পরে ধীরে ধীরে অভিনয়ে পা রাখেন তারা। নিখিল নাগেশ ভাট পরিচালিত 'অপূর্ব' নামে একটি ছবিতে অভিনয় করছেন।
ল্যাকমে ফ্য়াশন উইক থেকে তারার কোন লুকটা আপনার চোখে সেরা?