বলিউডে পা রাখছেন কুমার শানু কন্যা শ্যানন কে। খুব শীঘ্রই বিবেক দাহিয়া এবং সঞ্জয় মিশ্রের ছবি ‘চল জিন্দেগি’র হাত ধরে বলিউডে পা রেখেছেন শ্যানন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন শ্যানন। সম্প্রতি নিজের ছবি, ব্যক্তিগত জীবন, কেরিয়ার সহ নানান বিষয় নিয়ে মুখ খুলেছেন কুমার শানুর এই দত্তক কন্যা।
‘চল জিন্দেগি’ ছবি প্রসঙ্গে শ্যানন বলেন, ‘ছবিতে আমি একজন সঙ্গীতে ছাত্রী, যে কিনা মার্কিন মুলুক থেকে ভারতে এসেছে, লোকসঙ্গীত শিখবে বলে। যে তার বাবা-মাকে একা ভ্রমণে বেড়ানোর জন্য রাজি করায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। এই ছবিতে আমি আমার বাবার সঙ্গে গান গেয়েছি, যা সম্মানজনক। ওঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’ শানু কন্যার কথায়, ‘উনি আমার কাছে একটি স্কুলের মতো। এই ছবিতে কাজ করা একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। এই ছবির জন্য আমি হিন্দিও শিখেছি যা বেশ চ্যালেঞ্জ ছিল। বিবেক স্যার এবং সঞ্জয় স্যার সেক্ষেত্রে আমায় ভীষণ সাহায্য করেছেন। যদিও আমার বেশিরভাগ সংলাপ ইংরেজিতে। ’
আরও পড়ুন-‘জিহাদের পথে এলে ৭২ জন কুমারী শুধুই তোমার’, ‘৭২ হুরেঁ’র ফার্স্ট লুক টিজারে নতুন বিতর্কের গন্ধ!
আরও পড়ুন-চর্চায় ‘৭২ হুরেঁ’! IMDB রেটিংয়ে ‘দ্য কেরালা স্টোরি’কেও হারিয়ে দিল ধর্মান্ধতা নিয়ে তৈরি এই ছবি