ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। পুজো আর একটা মাসও বাকি নেই। আর পুজো মানেই তো মহালয়ার ভোর। এই দিনটার জন্য বাঙালি সারাটা বছর অপেক্ষা করে থাকে। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ না শুনলে এখনও বাঙালির শারদীয়ার শুভারম্ভ হয় না। তবে এখন এর সঙ্গে এসে জুড়েছে টেলিভিশনের মহিষাসুরমর্দ্দিনীও। সেখানেই এবার দেখা মিলবে কৌশানি মুখোপাধ্যায়ের। কোন চ্যানেলে মহালয়ার পুণ্য ভোরে দেবী রূপে দেখা মিলবে নায়িকার?
আরও পড়ুন: পর পর ৪টে হিট মেগা, সাপ ভালোবাসে সৃজিতের ছবির এই নায়ক! চিনতে পারছেন ইনি কে?
বেশ অনেক দিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল এবার 'মহিষাসুরমর্দ্দিনী'তে দেবী রূপে দেখা মিলবে কৌশানির। চ্যানেলের পক্ষ থেকে নাকি যোগাযোগও করা হচ্ছে। কিন্তু সেই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা কৌশানি কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। অবশেষে পুজোর মাস পড়তেই সামনে এল স্টার জলসার ‘মহিষাসুরমর্দ্দিনী’র প্রথম প্রোমো। আর সেখানেই দেবী রূপে দেখা মিলল নায়িকায়। গলায় জবার মালা, পরনে নীল বস্ত্র, এলো চুল, কপালে উজ্জ্বল তৃতীয় নয়ন, মাথায় গগনচুম্বী মুকুট, ভারী গয়নায়, দেবীর বেশে অসুর নিধন করতে দেখা গিয়েছে তাঁকে।
তাঁর পাশাপাশি এই নতুন প্রোমোয় আগের প্রোমোগুলোর মতো দেবচন্দ্রিমা সিংহ রায় থেকে স্টার জলসার নানা মেগার অন্যান্য নায়িকা অর্থাৎ ‘গীতা এলএলবি’ হিয়া মুখোপাধ্যায়, 'রাঙামতি তীরন্দাজ' মণীষা মন্ডল, 'দীপা' স্বস্তিকা ঘোষ ও 'তটিনী' তৃণা সাহাকেও দেখা গিয়েছে। এছাড়াও মহাদেবের ভূমিকায় পর্দার 'পরশুরাম' ইন্দ্রজিৎ বসু ও মহিষাসুরের বেশে ধ্রুবজ্যোতি সরকারকে দেখা গিয়েছে। তাছাড়া 'মহিষাসুরমর্দ্দিনী' রূপে টলি কুইন কোয়েল মল্লিক তো আছেনই।
তবে এর আগেও টানা বেশ কয়েক বছর ধরে স্টার জলসায় কোয়েলকে দেবী দুর্গা রূপে দেখা গিয়েছে। তাই এই বছরও তাঁকেই দুর্গা হিসেবে প্রোমো সামনে আনতেই দর্শকরা অনেকেই নানা বিরূপ মন্তব্য করেছিলেন। তবে অনেকে এটাও বলেছিলেন যে, কোয়েল দেবী দুর্গা হিসেবে যথার্থ। তাঁকেই এই বেশে সব থেকে ভালো মানায়। তবে অনেকে জি বাংলায় ইধিকা পালকে দুর্গা বেশে দেখে মন্তব্য করেছিলেন যে, এবার জি বাংলার ‘মহিষাসুরমর্দ্দিনী’তে একটা নতুনত্ব থাকছে, তাই সেটাই হয়তো দর্শকদের বেশি আকর্ষণ করবে। তবে শেষ মুহূর্তে স্টার জলসা হাতে রাখা শেষ তাসটা দান দিল কৌশানিকে দেবী রূপে সামনে এনে। এবার দেখার পালা কোন 'মহিষাসুরমর্দ্দিনী' দর্শকদের মনে বেশি জায়গা করে নেয়।