এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে ‘কথামৃত’। নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। পরিচালকের আসনে জিত চক্রবর্তী।
ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ইতিমধ্যে ছবির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে। এক বোবা (কথা বলতে না পারা) মানুষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। নিজের মনের সমস্ত কথা একটা ছোট্ট লাল ডায়েরিতে লিখে রাখেন তিনি। সেই ডাইরির নাম ‘কথামৃত’। ছবিতে কৌশিকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা।
আরও পড়ুন: সবাইকে নাকি ভয় পাইয়ে দিয়েছেন বরুণ! ‘ভেড়িয়া’র পোস্টারে কী এমন আছে, নিজে দেখে নিন
ছবির গল্পটা ঠিক কেমন?
পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় পরিপূর্ণ পরিবারকে পছন্দ করেন এলাকার সমস্ত মানুষ। বেশি বয়সে বিয়ে হয় সনাতন ও সুলেখার। সংসারে খুটিনাটি লেগেই থাকে। এমন পরিস্থিতিতেই নয়া মোড় নেয় গল্প। আচমকা কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে সনাতন। তারপর সুলেখা হয়ে ওঠে তার আশ্রয়।
আরও পড়ুন: ২৪ বছর হয়ে গেল ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর, কী সব কাণ্ড ঘটেছিল তখন! জানতেন এগুলি?
সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন।