করণ জোহরের রিয়ালিটি শো ‘কফি উইথ করণ’য়ে আসন্ন এপিসোডে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন সারা আলি খান এবং জাহ্নবী কাপুর। সোমবার এপিসোডের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োতে দেখা গিয়েছে সারার কাছে প্রশ্ন রাখা হয়েছে, ইন্ডাস্ট্রিতে কাকে ডেট করতে চান তিনি। অভিনেত্রী বিজয় দেবেরাকোন্ডার নাম নেন। সরার কথা শুনে পালটা জবাব দেন অভিনেতাও। সারার সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে বিজয় লেখেন, ‘মিষ্টি’।
শো-এর প্রোমোতে করণকে সারাকে জিজ্ঞেস করছেন, ‘সারা, আমাকে এমন একটি ছেলের নাম বলো তুমি যাকে ডেট করতে চাও।’ প্রথমে, সারা প্রকাশ করতে অস্বীকার করেন, পরে অবশ্য় বলেন, ‘বিজয় দেবেরাকোন্ডা’। অর্জুন রেড্ডির মতো ছবিতে অভিনয় করার জন্য পরিচিত এই তেলুগু তারকা। শীঘ্রই ‘লিগার’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করবেন বিজয়।
আরও পড়ুন: রাজপুত্রের মতো লাইফস্টাইল একরত্তি লক্ষ্যের, মুখ প্রকাশ্যে এনে জানালেন ভারতী-হর্ষ