উইকি বলছে, তাঁর বয়স বেড়ে হল ৪৩। সোমবার, ২৮ এপ্রিল ছিল 'টলি কুইন' কোয়েল মল্লিকের জন্মদিন। আর জীবনের এই বিশেষ দিনে শুধুই পরিবার নয়, সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের সঙ্গেও বেশকিছুটা সময় কাটিয়েছেন কোয়েল। ওইদিন অনুরাগীদের করা বেশকিছু প্রশ্নের জবাবও দিয়েছেন রঞ্জিত মল্লিক কন্যা। আর তখনই মেয়ে কাব্যা-কে নিয়েও অনুরাগীদের কৌতুহল মিটিয়েছেন অভিনেত্রী।
ছোট্ট কাব্যাকে নিয়ে কী বললেন কোয়েল?
কোয়েল-নিসপাল পুত্র কবীরের সঙ্গে এতদিনে অনেকেরই পরিচয় হয়েছে। বর্তমানে কবীরের বয়স ৫ বছর। এবার মায়ের জন্মদিনে কোয়েলের হয়ে মোমবাতি ফুঁ দিয়ে নেভাতে ও কেক কাটতে দেখা যায় ছোট্ট কবীরকেই। সেই মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মেয়ে কোথায়?
অনুরাগীরা ভেবেছিলেন, জন্মদিনেই বোধহয় মেয়ের মুখ দেখাবেন অভিনেত্রী। কিন্তু নাহ। সেটা ঘটেনি। তবে ইনস্টাগ্রামে তাঁর মেয়েকে নিয়ে করা অনুরাগীদের নানান প্রশ্নের জবাব দিয়েছেন কোয়েল। যাঁরা জানেন না, তাঁদের অনেকেই জানতে চান মেয়ের কী নাম রেখেছেন? উত্তরে কোয়েল জানান, তাঁর মেয়ের নাম কাব্যা।
একজন জানতে চান, আপনার ছোট্ট বেবিরা কেমন আছে? উত্তরে কোয়েল জানান, 'আমার দুটো ছোট্ট বেবি। একটা একটু বড়, আরেকটা একেবারেই ছোট। ঈশ্বরের আশীর্বাদে, সকলের আশীর্বাদে ও ভালোবাসায় ওরা খুব ভালো আছে। আর ছোটটা বহাল তবিয়তে আছে, খুব আনন্দে আছে।'
মেয়ের মুখ কবে দেখা যাবে? খুব স্বাভাবিকভাবেই উঠে এসেছিল এই প্রশ্নটাও। উত্তরে কোয়েল জানান, ‘খুব শীঘ্রই মেয়ের মুখ দেখাব, ওকে সামনে আনব।’
আরও পড়ুন-বক্স অফিসে ‘কেশরী ২’-র সঙ্গে 'জাট' ও ‘গ্রাউন্ড জিরো’র লড়াই, কার ঘরে কত লক্ষ্মী এল?