পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান সম্প্রতি তাঁর YouTube চ্যানেলে আলায়া এফ এবং পূজা বেদীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আলয়া যখন তার প্রোটিন সমৃদ্ধ ব্লুবেরি প্যানকেকের রেসিপি শেখাচ্ছিলেন, তখন ফারাহ এবং পূজা 'জো জিতা ওহি সিকান্দার'-এর শুটিংয়ের কিছু মজার ঘটনা মনে করাচ্ছিলেন।
ফারাহ খান আলয়া এফ কে স্পট বয়-এর অজ্ঞান
ফারাহ খান আলয়াকে বলেন যে তিনি তাঁর মায়ের সঙ্গে অনেক দিন কাটিয়েছেন। ছবির শ্যুটিংয়ে তিনি তাঁকে 'নাচতে সাহায্য' করতেন। তিনি আলয়াকে জিগ্গেস করেন, তাঁর রক্তে কোন জিন রয়েছে যে কারণে তিনি এত 'ভালো নৃত্যশিল্পী'। আলয়া বলেন যে তিনি তাঁর মায়ের মতো ভালো নাচতে পারেন না, তবে তিনি ভালো নৃত্যশিল্পী হয়ে উঠতে, নিজেকে তৈরি করতে কঠোর পরিশ্রম করেছেন। এরপর পূজা বেদী মজা করে মেয়ে আলয়ার কেমন করে নাচেন, তা দেখানোর চেষ্টা করেন। ফারাহ পাল্টা রসিকতা করে বলেন 'জো জিতা ওহি সিকান্দার'-এর 'Naam Hai Mera Fonseca'(নাম হ্যায় মেরা ফনসেকা) গানে ঠিক এভাবেই তুমি নাচতে।'
এরপরই ফারহা ফাঁস করেন 'জো জিতা ওহি সিকান্দার' ছবির শ্যুটিংয়ের এক মজার ঘটনার কথা। আলায়া -কে তিনি বললেন, 'তুমি সেই ঘটনাটা জানো না, তাই না? যখন পূজা গাড়ির উপর দাঁড়িয়েছিল 'পহেলা নশা' গানের শ্যুটিংয়ের জন্য। আর স্পট বয় যিনি ছিলেন, তিনি কিন্তু ওর পিছনে নয়, ঠিক নিচেই দাঁড়িয়েছিলেন। পূজার স্কার্ট উড়ে যেতেই, উনি জ্ঞান হারালেন, পড়েই গেলেন। সেদিনই প্রথমবারের মতো আমি থং (অন্তর্বাস) দেখেছিলাম। সেই সময় ওটা খুব একটা দেখা যেত না।'
এরপর পূজা তখন ফারাহকে বাধা দিয়ে বলেন, মোটেও এসব ঘটেনি তিনি অতিরঞ্জিত করে বলছেন। আর স্পট বয় কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল। পূজা আরও বলেন যে প্রতিবার যখন তিনি (স্পটবয়) তাঁর পোশাকের সামনের দিকটা নিচে টেনে নিতেন, তখনই পিছনের দিকটা উড়ে যেত।
ফারাহ আলয়াকে বলেছিলেন যে পূজার তুলনায় তিনি অনেক সুন্দরী এবং শান্ত, বিশেষ করে রেড কার্পেটে।
আরও পড়ুন-জঙ্গি হামলার পর অতুলকে দেখে কাশ্মীর যেতে চান অনির্বাণ পত্নী, নাট্য়কর্মী মধুরিমাও
আরও পড়ুন-বক্স অফিসে ‘কেশরী ২’-র সঙ্গে 'জাট' ও ‘গ্রাউন্ড জিরো’র লড়াই, কার ঘরে কত লক্ষ্মী এল?
আলায়ার কাজ
পূজা বেদী কন্যা আলায়া, ২০২০ সালে 'জওয়ানি জানেমান' ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন। যেই ছবিতে সইফ আলি খানও অভিনয় করেন। আলায়া 'অলমোস্ট পিয়ার উইথ ডিজে মোহাব্বত' এবং 'ইউ-টার্ন' এর মতো ছবিতে কাজ করেছেন। ২০২৪ সালে তিনি 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' এবং 'শ্রীকান্ত'-এর মতো ছবিতে তিনি অভিনয় করেন। ১৯৯২ সালের ছবি 'জো জিতা ওহি সিকান্দার' সম্প্রতি ফের সিনেমাহলে মুক্তি পেয়েছে। আমির খান এবং আয়েশা জুলকা অভিনীত এই ছবিতে দেবিকার চরিত্রে অভিনয় করেছিলেন পূজা বেদী।