১০ এপ্রিল মুক্তি পেয়েছিল করণ সিং ত্যাগির কোর্টরুমের ঐতিহাসিক ড্রামা ‘কেশরী চ্যাপ্টার ২’। দেখতে দেখতে বক্স অফিসে ১১ দিন কাটিয়ে ফেলেছে এই ছবি। ট্রেড ওয়েবসাইট Sacnilk-এর দেওয়া প্রাথমিক তথ্য অনুসারে, ২৮ এপ্রিল সোমবার মুক্তির ১১ দিনের মাথায় এই ছবির আয় হয়েছে ৩ কোটি টাকা। হ্যাঁ, সপ্তাহন্তে ঝোরো ব্যাটিং-এর পর সোমবার এই ছবির আয় কিছুটা হলেও কমেছে।
অন্যদিকে সোমবার মুক্তির ৪ দিনের মাথায় গ্রাউন্ড জিরো-র আয়ও বেশ পড়েছে। এদিন ছবির আয় ছিল ০.৭০ কোটি টাকা। এদিকে মুক্তির ১৯ দিনের মাথায় এসে ধীরে হলেও দিব্যি ব্যাটিং করে যাচ্ছে সানি দেওলের ‘জাট’। সোমবার ‘জাট’-এর আয় ছিল ০.৬৫কোটি টাকা।
‘কেশরী চ্যাপ্টার ২’ ছবির বক্স অফিস
'কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালাবাগ' ইতিমধ্যেই বক্স অফিসে ২ সপ্তাহ কাটিয়ে তৃতীয় সপ্তাহে পা রেখেছে। ট্রেড ট্র্যাকিং সাইট Sacnilk.com এর-তথ্য অনুযায়ী, অক্ষয়ের ছবি মুক্তির দিন প্রথম শুক্রবার খাতা খুলেছিল ৭.৭৫ কোটি টাকা দিয়ে। এরপর ছবির দিনপ্রতি আয় চলুন দেখে নি এক নজরে…
দিন ২- ৯.৭৫ কোটি
দিন ৩- ১২ কোটি
দিন ৪- ৪.৫ কোটি
দিন ৫- ৫ কোটি
দিন ৬- ৩.৬০ কোটি
দিন ৭- ৩.৫০ কোটি
দিন ৮- ৪.১৫ কোটি
দিন ৯- ৭.১৫ কোটি
দিন ১০- ৮.১৫ কোটি টাকা
দিন ১১- ৩ কোটি টাকা (এখনও পর্যন্ত)
অর্থাৎ এখনও পর্যন্ত অক্ষয়-মাধবন-অনন্যা অভিনীত এই ছবির এখনও পর্যন্ত বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৬৮.৪০ কোটি টাকা। বলাই বাহুল্য ১০০ কোটির দোরগোরা থেকে এখনও বেশকিছুটা পিছিয়ে এই ছবি।
'গ্রাউন্ড জিরো' ছবির বক্স অফিস
এদিকে ‘গ্রাউন্ড জিরো’ অবশ্য বক্স অফিসে তুলনামূলক নতুন। গত ২৫ এপ্রিল শুক্রবার মুক্তি পেয়েছিল ইমরান হাশমি অভিনীত গ্রাউন্ড জিরো ছবিটি। মুক্তির পর ২৮ এপ্রিল, সোমবার বক্স অফিসে সবে মাত্র চতুর্থ দিন পার করেছে এই ছবি। আর সোমবার মুক্তির দ্বিতীয় সপ্তাহে পা রেখে Sacnilk-এর দেওয়া তথ্য অনুসারে, এই ছবির আয় মাত্র ০.৭০কোটি টাকা। সব মিলিয়ে ছবির আয় এখনও পর্যন্ত দাঁড়িয়েছে ৫.৯০ কোটি টাকা।
‘গ্রাউন্ড জিরো’ ছবিটি বিএসএফ অফিসার নরেন্দ্র নাথ দুবে-র উপর নির্মিত, যেখানে দেখানো হয়েছে কিভাবে সন্ত্রাসবাদী গাজী বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। ছবিতে ইমরানের অভিনয় সবার পছন্দ হয়েছে। তবু বক্স অফিসে ভলো ওপেনিং পায়নি এই সিনেমাটি। ‘গ্রাউন্ড জিরো’ ছবিটি প্রথম দিনে দেশীয় বক্স অফিস কালেকশন ছিল মাত্র ১.০০ কোটি টাকা। আর শনিবার ২য় দিনে ছবির কালেকশন ছিল ১.৯ কোটি টাকা।আর তৃতীয় দিনে এই ছবির আয় ছিল ২.১৫ কোটি টাকা।
‘জাট’ ছবির বক্স অফিস
এদিকে বক্স অফিসে বেশ অনেকগুলো দিনই কাটিয়ে ফেলেছে সানি দেওলের 'জাট'। ১০ এপ্রিল মুক্তি পেয়েছিল ‘জাট’ বক্স অফিসে ইতিমধ্যেই ১৯টি দিনে পা রেখেছে সানি দেওলের এই ছবি। Sacnilk-এর দেওয়া তথ্য অনুসারে, সোমবার ছবির বক্স অফিস কালেকশন ছিল ০.৬৫কোটি টাকা। এখনও পর্যন্ত ছবির আয় দাঁড়িয়েছে ৮৫.৬৫ কোটি টাকা। অর্থাৎ বক্স অফিসে এতগুলো দিন কাটিয়েও এখনও ১০০ কোটির ঘরে ঢুকতে পারেনি ‘জাট’।