২০২৫ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের শর্টলিস্টে জায়গা করে নিয়েছে হিন্দি ভাষার একটি আন্তর্জাতিক যৌথ প্রযোজনার ছবি সন্তোষ।
Ad
লাপাতা লেডিজ-সন্তোষ
'লাপাতা লেডিজ' পারল না, তবে স্বপ্নপূরণ করতে পারল অন্য একটা হিন্দি ছবি। নাম ‘সন্তোষ’। যদিও হিন্দি ছবি হলেও দেশ নয় বিদেশ থেকে থেকে পাঠানো হয়েছিল এই ছবি। সন্ধ্যা সুরি পরিচালিত এই ছবিটি যদিও ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করছে। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল এই ছবি।
অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) বুধবার অস্কার ২০২৫ দৌড়ের জন্য যোগ্য প্রকল্পগুলির নাম প্রকাশ করেছে। উত্তর ভারতের গ্রামীণ পটভূমিতে নির্মিত হিন্দি ভাষার আন্তর্জাতিক যৌথ প্রযোজনার ছবি 'সন্তোষ' 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে জায়গা পেয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের জমা পড়া মোট ৮৫টি চলচ্চিত্রের মধ্যে মোট ১৫টি ছবিকে এক একটি বিভাগের জন্য বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে রয়েছে 'সন্তোষ'।
সন্ধ্যা সুরি পরিচালিত এই ছবিতে সাহানা গোস্বামীর চরিত্রটি একজন বিধবা যুবতীর চরিত্রে অভিনয় করেছেন। যিনি তাঁর স্বামীর মৃত্যুর পর তাঁর পুলিশ কনস্টেবলের চাকরিতে নিযুক্ত হন। ছবির গল্প অনুসারে, তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এমনকি এক দলিত কিশোরীকে নৃশংস খুনের ঘটনায় তদন্তকারী প্রবীণ গোয়েন্দা ইন্সপেক্টর শর্মার (সুনীতা রাজওয়ার) সঙ্গে কাজ করতে দেখা যায় সাহানার চরিত্রটিকে।
'সন্তোষ'-এর অস্কার যাত্রা নিয়ে উচ্ছ্বসিত সাহানা গোস্বামী লেখেন, ‘আমাদের ছবি সন্তোষের স্বীকৃতিতে গোটা টিমের জন্য বিশেষ করে আমাদের লেখক-পরিচালক সন্ধ্যা সুরির জন্য খুব খুশি! ৮৫ টি ছবির মধ্যে থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার বিষয়টা যেন অবিশ্বাস্য! যাঁরা এই ছবিকে ভালোবাসা দিয়েছেন, সমর্থন করেছেন এবং ভোট দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ।’