সলমনের কাছে ইদি-র উপহার হতে ব্যর্থ হল কিসি কা ভাই কিসি কা জান। এমনিতেই করোনা পরবর্তী সময়ে বক্স অফিসের রীতিনীতি বদলেছে। হলমুখী মানুষের যে ঢল আগে থাকত এখন তা কম। বড় বড় স্টার পাওয়ার নিয়েও ছবি মার খেয়েছে। তবে বলিউডের ভাইজানের সঙ্গে এমনটা হতে পারে তা বোধহয় অনেকেই স্বপ্নেও ভাবেননি।
এক সপ্তাহ পরেও সলমন খানের ছবি পেরোতে পারেনি ১০০ কোটির ঘর। বরং ৮ নম্বর দিনে এসেও অবস্থা সেই লবডঙ্কা। তবে ব্যবসার নজির বেশ লজ্জাজনক। চলুন একবার boxofficecollection.in-এর অনুসারে ছবির আয়ে চোখ বুলিয়ে নেওয়া যাক-
কিসি কা ভাই কিসি কা জানের আয়ের তালিকা দিনানুসারে-
শুক্রবার (২২ এপ্রিল): ১৫.৮১ কোটি
শনিবার (২৩ এপ্রিল): ২৫.৭৫ কোটি
রবিবার (২৪ এপ্রিল): ২৬.৬১ কোটি
সোমবার (২৫ এপ্রিল): ১০.১৭ কোটি
মঙ্গলবার (২৬ এপ্রিল): ৬.১২ কোটি
বুধবার (২৭ এপ্রিল): ৪.২৮ কোটি
বৃহস্পতিবার (২৮ এপ্রিল): ৩.৫৪ কোটি
শুক্রবার (২৯ এপ্রিল): ২.৫০ কোটি
মোট আয়: ৯৪. ৭৮ কোটি।
তবে আশা করা যাচ্ছে আয়ের অঙ্ক শনি আর রবিবারে হয়তো খানিকটা বাড়বে। আর তার ফলে ছবি পেরোতে পারবে ১০০ কোটির ঘর। তবে রিপোর্ট বলছে সলমন খানের সিনেমা বিশ্ব বাজারে ১৫০ কোটির ঘর পেরিয়ে গিয়েছে।
ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, জাস্সি গিল, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং প্রমুখ। রয়েছেন পলক তিওয়ারিও। ছবিতে ম্যায়নে প্যায়ার কিয়া অভিনেত্রী ভাগ্যশ্রী এবং বিগ বস ১৬-খ্যাত আব্দু রোজিককে ক্যামিও করতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, আরআরআর তারকা রামচরণকে ইয়েনতাম্মা গানে সলমন খানের সঙ্গে একটি বিশেষ ক্যামিও করতেও দেখা গিয়েছে।
তবে সলমন ভক্তদের জন্য একটাই আশার খবর বছর শেষে আবার ফিরবেন ভাইজান। আর এবার টাইগার ফ্র্যাঞ্চায়েজি নিয়ে। আগের দুটো সিনেমাই হয়েছে সুপার ডুপার হিট। রয়েছেন ইমরান হাসমি আর ক্যাটরিনা কাইফ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )