দার্শু ওটিটি প্ল্যাটফর্ম আনতে চলেছে অনবদ্য একটি সিরিজ। অঙ্কিতা দাস এবং সুরেশ তোলানি প্রযোজিত এই সিরিজে অভিনয় করবেন কিঞ্জল নন্দ, কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং বাসবদত্তা চট্টোপাধ্যায়। প্রত্যেকটি সেকেন্ডে রহস্যে মোড়া এই সিরিজের নাম ‘সাইকো’।
এই সিরিজে সমদর্শীর চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ। অপরাজিতার চরিত্রে অভিনয় করবেন কনীনিকা এবং অস্মিতার চরিত্রে অভিনয় করবেন বাসবদত্তা। কিঞ্জল নন্দের বাবার চরিত্রে অভিনয় করবেন প্রদীপ ভট্টাচার্য, মায়ের চরিত্রে তপসী মুন্সী।
এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন বাপ্পা ও তাঁর টিম। সম্পাদনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি। সংগীত পরিচালনা করছেন প্রিয়াঙ্ক এবং শুভদীপ। শিলাজিৎ মজুমদারের গাওয়া গান আপনি শুনতে পাবেন এই সিরিজে।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
গল্প প্রসঙ্গে
এই সিরিজে সমদর্শী নামের একটি চাকুরীজীবী ব্যক্তিকে দেখানো হবে যে ভাড়া বাড়িতে থেকে নিজের জীবনে প্রতিনিয়ত লড়াই করছে। আঁকতে খুব ভালোবাসে সে। তবে আপাতদৃষ্টিতে শান্ত দেখতে হলেও তার জীবনে জড়িয়ে রয়েছে শৈশবের একটি ভয়ংকর স্মৃতি। সমদর্শীর সামনেই তাঁর বাবা মাকে খুন করেন। এই ঘটনা সারা জীবন তাড়া করে বেড়ায় তাঁকে।
মুখে কিছু না বলতে পারলেও সমদর্শী আঁকার মাধ্যমে নিজের কষ্টের বহিঃপ্রকাশ করে। এক একটি আকাই ফুটে উঠে এক নিঃশব্দ স্বীকারোক্তি। প্রতিটি মুখের মধ্যে যেন লুকিয়ে থাকে রহস্য। ‘সাইকো’ শুধুমাত্র ঠাণ্ডা মাথার খুনির গল্প নয়, এই গল্পটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। এই গল্পে শুধু একজন খুনিকে দেখানো হবে তা নয়, দেখানো হবে সমাজের নৃশংস রূপকেও।
সম্প্রতি এই সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কিঞ্জল দত্ত বলেন, ‘আমাকে যখন এই চরিত্র সম্পর্কে জানানো হয় তখন আমার ভীষণ ভালো লেগেছিল। এই চরিত্রকে আত্মস্থ করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে আমাকে। আমি চিকিৎসক হলেও এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আলাদা কোনও বিষয়ে সুবিধা পাইনি। বহুদিন ধরে পড়াশোনা করেন চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি