কালো কাট-আউট পোশাকে বোল্ড লুকে খুশি কাপুর, বলিউডে পা রাখতে একেবারে প্রস্তুত Updated: 20 Aug 2022, 12:44 PM IST Priyanka Bose খুশি কাপুর সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি জিগ-জ্যাগ টপ এবং কাট-আউট স্কার্ট পরে ছবি শেয়ার করেছেন। তাঁর বোল্ড লুকে ঘায়েল নেটিজেন। ছবি দেখেই বোঝা যাচ্ছে, বলিউডে পা রাখার জন্য একেবারে প্রস্তুত সে।