বক্স অফিসে বেশ ভালোই দাপট দেখাচ্ছে কেশরী চ্যাপ্টার ২। জলিয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা তথ্যের উপর নির্মিত এই ছবিটি সমালোচক থেকে দর্শকদের থেকে মোটের উপর বেশ ভালোই প্রতিক্রিয়া পেয়েছে। বক্স অফিসে পড়ছে প্রভাবম দুদিনে বিশ্বজুড়ে কত আয় করল অক্ষয় কুমার অভিনীত কেশরী চ্যাপ্টার ২?
কেশরী চ্যাপ্টার ২ দুই দিনে বক্স অফিসে বিশ্বজুড়ে কত আয় করল?
কেশরী চ্যাপ্টার ২ ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রথম দুই দিন মোট ১৭ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। এমনটাই সচনিল্কের তরফে প্রকাশ্যে আনা একটি রিপোর্টে জানানো হয়েছে। অন্যদিকে এই সংস্থার তরফেই জানানো হয়েছে ভারতের বাইরে দুই দিনে ১ মিলিয়ন ডলার অর্থাৎ ৯ কোটি টাকার মতো ব্যবসা করেছে। ফলে ভারত এবং দেশের বাইরে মোট ব্যবসার অঙ্ক মিলিয়ে দুই দিনে বক্স অফিসে কেশরী চ্যাপ্টার ২ ৩০ কোটি টাকা আয় করেছে। এখনই বক্স অফিসে কেশরী চ্যাপ্টার ২ যেভাবে প্রভাব দেখাচ্ছে তাতে মনে করা হচ্ছে এই সপ্তাহের শেষেই ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে।
আরও পড়ুন: একটা ডিমের চপ ৬০ টাকা! নন্দিনী দিদির দোকানের বাজখাঁই দাম শুনে নেটপাড়া বলছে, 'ওটা মুরগি নাকি...'
আরও পড়ুন: 'এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব?' বিস্ফোরক রুদ্রনীল, হঠাৎ কেন এমন বললেন?
প্রসঙ্গত দুই দিনের মাথায় চলতি বছরে এখনও পর্যন্ত যতগুলো হিন্দি ছবি মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে ব্যবসার নিরিখে সাত নম্বরে আছে কেশরী চ্যাপ্টার ২। এটি মাত্র দুইদিনেই কঙ্গনা রানাওয়াতের ইমারজেন্সির লাইফটাইম আয় ছাপিয়ে গেল। ছাপিয়ে গিয়েছে সোনু সুদের ফতেহ ছবিটির আয়কেও। জন আব্রাহামের ডিপ্লোম্যাট এবং শাহিদ কাপুরের দেবাকে সোমবার ছাপিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। যদি এই দাপট বজায় রাখে কেশরী চ্যাপ্টার ২ তবে এটি জাট ছবিটির বক্স অফিসে কালেকশনকেও ছাপিয়ে যেতে পারে। তবে সিকান্দর বা ছাবার বক্স অফিসে কালেকশনকে পিছনে ফেলা একটু চাপের হবে অক্ষয়ের ছবির ক্ষেত্রে।
কেশরী চ্যাপ্টার ২ প্রসঙ্গে
কেশরী চ্যাপ্টার ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী ২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।