
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলছে কৌন বনেগা ক্রোড়পতি-১৫। এবার এই শোয়ে উঠে আসছে ‘পারিবারিক সপ্তাহ’। সেখানেই এক অজানা ঘটনা তুলে ধরেছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। এই সপ্তাহে Big B-র সামনে হট সিটে উপস্থিত ছিলেন এক মৌর্য পরিবার। প্রতিযোগী হয়ে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্ক মৌর্য, তাঁর মা বীণা মৌর্য এবং মা অশোক কুমার মৌর্য। তাঁদের সঙ্গে নানান কথাবার্তায় অমিতাভ জানিয়েছেন, 'নমক হালাল' ছবির সময় ‘পাগ ঘুঙরু’ গানটির শ্যুটিংয়ের সময় তাঁকে বেশ ‘কাঠখড় পোড়াতে’ হয়েছিল।
অমিতাভ বলেন, ‘যখন আমি পাগ ঘুঙরু গানের শ্যুটিং করছিলাম, তখন আমার অবস্থা খুবই কঠিন ছিল। আমি নাচতে পারি না, আর এটাই সত্য। আমাকে নাচের শিক্ষকের ভীষণভাবে তিরস্কার করেছিলেন। ওঁরআ আমাকে বাধ্য করেয়ে ওই স্টেপগুলো করিয়ে নিয়েছিলেন। তবে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।…’। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন বাপী লাহিড়ি, গান গেয়েছিলেন কিশোর কুমার।
প্রসঙ্গত ‘পাগে ঘুঙরু’ গানটি ৮০-র দশকে 'নমক হালাল' ছবির আইকনিক একটা গান। প্রসঙ্গত KBC-15-র ‘পারিবারিক সপ্তাহ’-এ এসে ১২.৫০,০০০ টাকায় খেলা বন্ধ করেন মৌর্যপরিবার। এরপর ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্টের পরবর্তী সেটে, চট্টোপাধ্যায় পরিবার বিগ বি-এর সঙ্গে খেলার সুযোগ জিতে নেন। তাঁরা ৪০,০০০ টাকার জন্য খেলেন। এদিন বাঙালি পরিবারের সঙ্গে ঝরঝরে বাংলাতে কথা বলতেও দেখা যাবে BiG B অমিতাভকে।
প্রসঙ্গত, কৌন বনেগা ক্রোড়পতির হাত ধরে বহু প্রতিযোগীই তাঁদের স্বপ্নপূরণের পথে হেঁটেছেন।এর আগের পর্বে কৌন বনেগা ক্রোড়পতির একটি পর্বে দেবী দুর্গার ১০ রূপকে মহিলাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। সেই পর্বে উপস্থিত ছিলেন, অভিনেত্রী শেফালি শাহ এবং সমাজকর্মী হরে রাম পান্ডে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports