কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী টলিউডের অন্যতম দুই খ্যাতনামা অভিনেতা, যাঁদের অভিনয়ের গুণে বারংবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। কিন্তু সম্প্রতি সহঅভিনেতাকে নিয়ে কী বললেন পরিচালক, অভিনেতা কৌশিক?
আরও পড়ুন: 'কোন গাঁজা খেয়ে...', চোখ খুলে ঝুলছে বাইরে, আর এদিকে আরিয়ান ডায়লগ বলছে! হেসে খুন নেটপাড়া
কী ঘটেছে?
অতীতে অটিস্টিক সেভেন্থ সেন্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশিক গঙ্গোপাধ্যায় কথা বলেছিলেন তাঁর সহঅভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, 'ওর সঙ্গে অভিনয় করতে অস্বস্তি হয় বলে। খরাজ মুখোপাধ্যায় আরেকটা নাম। জলের মতো অভিনয় করে। আমি অভিনয় বলতে যেটুকু বুঝি, এক একটা মানুষের তো এক একরকমের আন্ডারস্ট্যান্ডিং। অনেকে ভারী গলা করে বলে 'কেমন আছো' বলে অভিনয় করতে ভালোবাসেন। ঋত্বিক ওরম গলা করে না। ও হচ্ছে উত্তম কুমার উত্তর যে যুগ সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ একটা ফসল।'
এদিন একই সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, 'যাঁরা অভিনয় করছি কী করছি না বোঝা যায় না...; অনেকেই কিন্তু আবার ওই আন্ডারঅ্যাকটিং করতে গিয়ে খুব খারাপ অভিনয় করেন, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আন্ডারঅ্যাকটিংয়ের মধ্যে খারাপ অভিনেতা প্রচুর। ঋত্বিক ক্রমশ একজন অ্যাক্টর থেকে রিঅ্যাক্টর হয়ে গিয়েছে। ঋত্বিক একটা কী করে একটা যেন। ঋত্বিক ওর অভিনয়ের মধ্যে দিয়ে সত্যি হয়ে উঠতে পারে ভীষণ। ঋত্বিক ওর জীবনযাপনের মধ্যে দিয়ে এই সমাজের, প্রফেশনাল গেমের বাইরে গিয়ে একটা উপস্থিতি তৈরি করেছে ওটা আমাকে খুব আনন্দ দেয়।'
আরও পড়ুন: ৪ জুন থেকেই সফর শুরু 'কুসুম'-এর! তানিষ্কার আগমনে কপাল পুড়ল কার 'মিঠিঝোরা' নাকি 'তুই আমার হিরো'র?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী দুজনকে শেষবার একত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে। চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে সেই ছবিটি। এক রুকা হুয়া ফ্যায়সলার উপর ভিত্তি করে বানানো হয়েছে এই ছবিটি। তাঁদের সঙ্গে ছিলেন অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, সুহোত্র মুখোপাধ্যায়, প্রমুখ।