এই মুহূর্তে গোটা বাংলা ‘ধুমকেতু’ জ্বরে আক্রান্ত। আর এক পক্ষকাল পরেই বড় পর্দায় মুক্তি পাবে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত এই ছবি। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত প্রযোজক পরিচালক এবং কলাকুশলীরা। এই প্রচারের মধ্যেই হঠাৎ একটি নতুন পোস্ট করে বসলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
কৌশিক গঙ্গোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘হতেই হবে।’ খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগবে, কী হতে হবে? কেনই বা হতে হবে? সমস্ত প্রশ্নের উত্তর এই পোস্টেই পেয়ে যাবেন নেটিজেনরা। আসলে ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান মুক্তি নিয়ে এমন পোস্ট করেছেন পরিচালক।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
কৌশিক গঙ্গোপাধ্যায় যে পোস্ট করেছেন, তার সঙ্গে দেওয়া ছবিতেই রয়েছে সমস্ত উত্তর। দেব এবং শুভশ্রীর হাসিমুখের ছবির সঙ্গে বড় বড় করে লেখা, হবে না দেখা? খুব সম্ভবত এই প্রশ্নের উত্তরেই কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, হতেই হবে।
পরিচালকের পোস্টে পরিষ্কার আর কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান, হবে না দেখা? অনুপম রায়ের সুরে এবং কথায় এই গানটি গেয়েছেন ঈশান মিত্র। ধুমকেতু ছবির এই তৃতীয় গান শোনার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পোস্ট করা এই ছবি দেখে কিছু মানুষ যেমন মন্তব্য করে লিখেছেন, গানটি শোনার জন্য তাঁরা খুব আগ্রহী। অন্যদিকে তেমন কিছু মানুষ দেব এবং শুভশ্রীর ছবি দেখে আবারও তাঁদের সম্পর্কের কথা উল্লেখ করেছেন।
কেউ কেউ লিখেছেন, পুরো সত্যিই বড় বউ লাগছে। কেউ কেউ আবার লিখেছেন, এটা হওয়ারই ছিল!! তবে এই তৃতীয় গানের শিরোনাম যেন কোথাও না কোথাও মনে করিয়ে দিচ্ছে এখনও তাঁদের একবারও হয়নি দেখা। ধূমকেতুর প্রচারে দেব এবং শুভশ্রী দুজনেই উপস্থিত থাকলেও তাঁরা থেকেছেন সম্পূর্ণ আলাদাভাবে।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
ছবি মুক্তির আগে এই দুই তারকাকে একসঙ্গে এক মঞ্চে কি আদৌ দেখতে পাওয়া যাবে? সত্যিই কি দেখা হবে? নাকি হবে না? উত্তরের অপেক্ষায় রয়েছেন সকলেই। উল্লেখ্য, ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ অগস্ট।