দুই অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফকের সঙ্গে শাহরুখ খান ‘জব তক হ্যায় জান’ করেছিলেন। ছবির প্রচারও সেরেছিলেন সকলে মিলে। একবার ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান একসঙ্গে প্রচারে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই কিং খানে উপর রেগে যান ক্যাট। কী ভাবছেন সত্যি সত্যি রেগে গিয়েছিলেন নায়িকা? আরে না না।আসলে রসিকতা করেই রাগের ভান করেছিলেন অভিনেত্রী।
এক প্রচারে নানা প্রশ্ন করা হচ্ছিল তারকাদের। তখন একজন সাংবাদিক ক্যাটরিনাকে জিজ্ঞাসা করছিলেন, ‘শাহরুখের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?’ অনেকেই আশা করেছিলেন ক্যাট তাঁর উত্তরের মাধ্যমে প্রশংসার ঝড় তুলবেন, কিন্তু তা তো হয়নি, বরং হয়েছিল বিপরীতটা।
আরও পড়ুন: হৃতিক রোশনের বাড়ি ভাড়া নিলেন প্রেমিকা সাবা আজাদ! মাসে কত টাকা দিতে হবে নায়িকাকে?
আরও পড়ুন: আমির খান এই ছবিতে নগ্ন হয়েছিলেন! ব্লকবাস্টার এই সিনেমা ৫০০ কোটিরও বেশি আয় করেছিল
শাহরুখের উপর কেন রেগে গিয়েছিলেন ক্যাটরিনা?
যখন শাহরুখকে ক্যাটরিনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন অভিনেতা কেবল একটি শব্দ ব্যবহার করেছিলেন, 'ভদ্র'। তারপর যখন ক্যাটরিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি কিছুটা মজা ছলে রেগে যাওয়ার ভান করে বলেছিলেন, 'শাহরুখ আমাকে কেবল একটি শব্দে বর্ণনা করেছেন, 'ভদ্র'। এমন একটি শব্দ যার সঙ্গে আমার প্রতিভা, আমার চেহারা বা আমার কঠোর পরিশ্রমের কোনও সম্পর্ক নেই। তিনি অনুষ্কার জন্য ২৫টি শব্দ ব্যবহার করেছিলেন, তাই আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন শাহরুখের সঙ্গে আমার অভিজ্ঞতা কেমন ছিল? উম… ভালো ছিল।'
আরও পড়ুন: যিশু এবার পরিচালনায়! পুজোর আগেই দর্শনা-সৌরভের সঙ্গে বড় চমক দিলেন অভিনেতা
নায়িকার মুখে একথা শুনে বেশ খানিকটা অস্বস্তিতে পড়ে যান শাহরুখ। তবে, ক্যাটরিনা মোটেই থামার পাত্রী নন। তিনি আরও বলেন, 'সত্যি? 'ভদ্র'? এই শব্দটি 'কঠোর পরিশ্রমী' শব্দের চেয়েও এক ধাপ নীচে। পরিশ্রম করা স্বাভাবিক, ভদ্র-এর অর্থ কী?' শাহরুখ হতবাক হয়ে যান ক্যাটের কথায়। তিনি পরিস্থিতি সামলাতে চেষ্টা করলেন, কিন্তু ক্যাটরিনা তাঁকে কথা বলতেই দেন না। তবে, শাহরুখ এই বলে শেষ করেন যে, ক্যাটরিনার সঙ্গে কাজ করা তাঁর দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারের সেরা অভিজ্ঞতাগুলির মধ্যে একটি।