২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘কাভি আলবিদা না কেহ না’। মাল্টিস্টার নিয়ে তৈরি হওয়া এই সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান, প্রীতি জিন্টা, রানি মুখোপাধ্যায় এবং কিরণ খের। ১৯ বছর পর এই সিনেমাটি তৈরি হওয়ার বিশেষ কিছু মুহূর্ত ভাগ করে নিয়ে আবেগঘন পোস্ট করলেন পরিচালক করণ জোহর।
সম্পর্কে ছেদ, সেই সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন আবার তৈরি হওয়া নতুন সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। এই সিনেমাটি ছিল পরিচালকের পরিচালিত তৃতীয় সিনেমা। ১৯ বছর আগের সিনেমাটি তৈরি হওয়ার বেশ কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
করণ যে ভিডিয়োটি শেয়ার করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে ছবির শ্যুটিংয়ের ফাঁকে তারকাদের মধ্যে চলা খুনসুটির মুহূর্ত। কখনও প্রীতিকে সিন বোঝাতে ব্যস্ত করণ, কখনও রাস্তার মধ্যে মজা করতে ব্যস্ত অভিষেক। কখনও আবার পরিচালকের সঙ্গেই খুনসুটিতে মেতে থাকতে দেখা যায় অভিনীত অভিনেত্রীকে।
ভিডিয়োটি পোস্ট করে করণ লেখেন, ‘কিছু প্রেমের গল্প সময়কে অতিক্রম করে এবং এখনও সেই শক্তি আগের মতোই কাজ করে, যা প্রথমদিনে তৈরি হয়েছিল। আমার কাছে কাভি আলবিদা না কেহনা সব সময় সেই শক্তি হয়ে থাকবে। এটি আমার তৃতীয় ছবি এবং আমি আবারও অনুপ্রাণিত হয়েছি এত অসাধারণ মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। একটা সাহসী হৃদয়ে পরিপূর্ণ একটি গল্প, যা কখনও ভোলা সম্ভব নয়।’
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
পরিচালকের এই পোস্টে আরও একবার নস্টালজিক হয়ে উঠেছেন দর্শকরা। সত্যি ১৯ বছর আগে তৈরি হলেও এই ছবিটির গল্প যেন এখনও মানুষের মন ছুঁয়ে যায়। এই পোষ্টের মাধ্যমে পরিচালকের পাশাপাশি আরও একবার স্মৃতির সাগরে ডুব দিলেন দর্শকরা।