বাংলা নিউজ > বায়োস্কোপ > Kar Kache Koi Moner Kotha Update: বিষক্রিয়ার শিকার পরাগ, প্রাক্তন স্বামীকে হত্যার ষড়যন্ত্রে কি এবার জেলে যাবে শিমুল?
পরবর্তী খবর
Kar Kache Koi Moner Kotha Update: বিষক্রিয়ার শিকার পরাগ, প্রাক্তন স্বামীকে হত্যার ষড়যন্ত্রে কি এবার জেলে যাবে শিমুল?
1 মিনিটে পড়ুন Updated: 23 Jan 2024, 01:50 PM ISTSubhasmita Kanji
Kar Kache Koi Moner Kotha Update: কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প ফের টানটান একটি বাঁকে এসে দাঁড়িয়েছে। পরাগের অসুস্থতার জন্য শিমুলকেই দায়ী করছে শাশুড়ি!
প্রাক্তন স্বামীকে হত্যার ষড়যন্ত্রে কি এবার জেলে যাবে শিমুল?
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প আবারও একটি টানটান উত্তেজনায় ভরা বাঁকে এসে দাঁড়িয়েছে। গল্পে দেখা যাচ্ছে প্রিয়ার সঙ্গে বিয়ের পরাগ আচমকাই অসুস্থ হয়ে পড়েছে। তার ভাই এবং ভাইয়ের বউ ষড়যন্ত্র করে তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। আর পরিকল্পনা করে আঙুল তুলছে শিমুলের দিকে। বাড়িতে পুলিশ এসেছে তদন্তের জন্য।
পুলিশ তদন্ত করতে এলে শিমুলের শাশুড়ি আমূল ভোল পাল্টে ফেলে। শিমুল তাদের জন্য কী কী করেছে সবটা ভুলে গিয়ে তার নামেই দোষ দেয়। জানায় তাদের বাড়িতে শিমুল ছাড়া আর এমন কেউ নেই যে পরাগের ক্ষতি করতে পারে। এটা শুনে শিমুলের বন্ধুরা এবং পুতুল বেজায় রেগে যায়। কিন্তু নিজের বক্তব্যে অটল থাকেন শিমুলের শাশুড়ি।
পরাগকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক কনফার্ম করে যে তার পেটে বিষ আছে। যা শুনে দারুণ খুশি হয়ে যায় পলাশ। ব্যাপারটা চিকিৎসকের নজর পড়লে অভিনয় করে সেটা চাপা দেয় সে। অন্যদিকে থানায় গিয়ে শিমুলের নামে FIR করে প্রতিজ্ঞা। জানায় শিমুলই নাকি খুন করার চেষ্টা করেছে পরাগকে। জানিয়ে ফেলে পরাগ আর নাও ফিরতে পারে যা শুনে পুলিশের সন্দেহ হয়।
অন্যদিকে হাসপাতালে বাবা মায়ের সঙ্গে এসে পৌঁছয় প্রিয়াও। সে এসেই শিমুলের নামে অভিযোগ করতে থাকে। কিন্তু নায়িকা এবং তার বন্ধুরা বিরোধিতা করে। তবে এখন প্রশ্ন একটাই এবার কি তবে পলাশ এবং প্রতিজ্ঞার পরিকল্পনা সফল হবে? সত্যিই জেলে যাবে শিমুল? নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করবে? করলেও কোন উপায়ে, সেটা আগামীতেই বোঝা যাবে।