গত সপ্তাহটি সঙ্গীত জগতের জন্য বেশ মর্মান্তিক ছিল। গত শুক্রবার গায়ক জবিন গর্গ হঠাৎ প্রয়াত হন। তাঁর মৃত্যু সকলকে হতবাক করে দেয়। জুবিন গর্গকে পূর্ণ মর্যাদায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হয়েছে। সকলেই জুবিনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এখন, ছয় দিন পর জুবিন গর্গের মৃত্যুতে কঙ্গনা রানাওয়াত তাঁর প্রথম পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে তিনি শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: সোনাক্ষীর সাথে কাজ করতে অস্বীকার রণবীরের! নায়িকা হিসাবে প্রেমিকা ক্যাটরিনাকে নিতে চাপ দেন নায়ক
আরও পড়ুন: এই তরুণী অভিনেত্রীকে অমিতাভের থেকেও বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল! জানেন কেন?
কঙ্গনা রানাওয়াতের প্রথম ছবি ‘গ্যাংস্টার’-এর হিট গান ‘ইয়া আলি…’ গেয়েছিলেন জুবিন। এই গানটি জুবিনকে চলচ্চিত্র জগতে ব্যাপক পরিচিতি এনে দেয়। কঙ্গনা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরিতে জুবিনের কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলির সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘তোমার মতো কেউ নেই, জুবিন দা।’ এই পোস্টের মাধ্যমে কঙ্গনা জুবিনের আকস্মিক মৃত্যুতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারের মঞ্চে শাহরুখের চেয়ে বেশি হাততালি কুড়ালো এই অভিনেত্রী, তিনি রানি নন
আরও পড়ুন: ডেবিউ সিরিজে সমীর ওয়াংখেড়েকে ‘খিল্লি’ আরিয়ানের, SRK-র পরিবারের নামে ২ কোটির মানহানির মামলা
আরও পড়ুন: হয়ে গেল ‘গীতা এলএলবি’র শেষ দিনের শ্যুটিং! 'খুব কষ্ট হচ্ছে…', মন খারাপ ভক্তদের
২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে অভিনেত্রী হিসেবে বলিউডে অভিষেক হয় কঙ্গনার। কঙ্গনা ছাড়াও 'গ্যাংস্টার' ছবিতে ইমরান হাশমি এবং শাইনি আহুজা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। 'গ্যাংস্টার' বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারেনি, তবে এর গানগুলো দারুণ হিট হয়েছিল। জুবিন গর্গের গাওয়া 'ইয়া আলি' গানটিও সেই সময় দারুণ জনপ্রিয়তা পায়। এই গানটি জুবিনকে রাতারাতি খ্যাতি এনে দেয়।
আরও পড়ুন: সলমনের ভগ্নিপতিকে পাত্তা দিলেন না ফারহা-করণ! নিন্দে হতেই ফুঁসলেন কোরিওগ্রাফার
আরও পড়ুন: পরিণীতা নাকি পরশুরাম, টিআরপি টপার কে? ফুলকিকে মাত জগদ্ধাত্রীর, চিরসখা কত নম্বরে