চেয়ারে মধ্যমণি হয়ে বসে রয়েছেন কাঞ্চন মল্লিক। চারপাশে তাঁর সাঙ্গপাঙ্গরা। হঠাৎই আঁৎকে উঠে হাত পা ছুঁড়ে, চোখ গোল গোল করে কাঞ্চন বলে ওঠেন, ‘গেলুম গেলুম আমায় ধরে তোল…।’ কিন্তু একী কাণ্ড? হঠাৎ কি হল তাঁর?
কাঞ্চনের আচমকা এহেন আচরণে কেউ ডাক্তার-বদ্যি ডাকলেন, কেউ পুলিশ। কেউ আবার মজা করে বলে উঠলেন, ‘কামড়ে দেবে সাবধানেতে তুলিস।’ ভাবছেন তো এসব আমি কী বলছি? তবে কেউ কেউ নিশ্চয় আন্দাজ করতেও পারছেন।
হ্যাঁ, ঠিকই বুঝেছেন আসলে সবটাই হয়েছে মজার ছলে। সুকুমার রায়ের গোঁফ চুরি কবিতাটিই নাটকীয়ভাবে তুলে ধরেছেন কাঞ্চন মল্লিক ও তাঁর 'আমার বস' ছবির সঙ্গীরা। এই পাঠ ও নাট্য রূপান্তরে কাঞ্চনের সঙ্গে ছিলেন আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন ও বিমল গিরি। সুকুমার রায়ের জনপ্রিয় এই কবিতাটিকেই পুরো বিষয়টিই নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে। আর এক্ষেত্রে 'বস' হয়ে কাঞ্চন মল্লিক, 'আমার বস' ছবিতে বসের চরিত্রটিই খানিকটা সুকুমার রায়ের কবিতা ধরা করে দেখানো হয়েছে।