
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় উপন্যাস সিরিজ অবলম্বনে এবার আর ছবি নয়, আসছে সিরিজ। OTT প্ল্যাটফর্মে এবার জমবে পিকে বসুর সমাধান করা একটার পর একটা গল্প। আর তারই প্রথম গল্প হিসেবে থাকবে সোনার কাঁটা গল্পটি। সেই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এল এদিন। আর সেখানেই আবারও মুখ্য ভূমিকায় দেখা গেল শাশ্বত চট্টোপাধ্যায়কে।
এই গল্পে দেখা যাবে মেয়ে মারা যাওয়ার পর স্ত্রীকে নিয়ে পিকে বসু পাহাড়ে বেড়াতে এসেছেন। সেখানে এসে তাঁরা তাঁদের এক পরিচিত দম্পতির তৈরি করা নতুন হোমস্টেতে উঠেছেন। আর সেখানেই ঘটে যায় একটি খুন। আর সেই খুনের মামলায় জড়িয়ে পড়েন পিকে বসু। কে খুন করল, কীভাবে কখন খুন হল সেই নিয়ে তদন্ত শুরু করে পিকে বসু। আগামী ১৫ অগস্ট মুক্তি পাবে এই সিরিজটি। দেখা যাবে জি ফাইভে।
এদিন কাঁটায় কাঁটায় সিরিজের যে ঝলক প্রকাশ্যে এসেছে সেখানে পিকে বসুর চরিত্রে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তিনি পেশায় একজন আইনজীবী। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন অনন্যা চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পায়েল সরকার, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, মীর আফসার আলি, কিঞ্জল নন্দ, সোহম চক্রবর্তী, প্রমুখ। প্রসঙ্গত এটা সোহম চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ। এই সিরিজের হাত ধরেই তিনি OTT মাধ্যমে পা রাখলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports