
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একজন সাধারণ মানুষ নিজের সন্তানের জন্য ঠিক কতটা অসাধারণ হয়ে উঠতে পারেন সেই গল্পই বলতে আসছে জিতের মানুষ। মুক্তি পেল এই ছবির ট্রেলার। আগামী ২৪ নভেম্বর বড় পর্দায় আসছে এই ছবি। ছবিতে জিৎকে সকলে কোন রূপে দেখবেন মানুষ নাকি অমানুষ?
কথা মতোই ১০ নভেম্বর মুক্তি পেল মানুষ ছবির ট্রেলার। দু মিনিট তেত্রিশ সেকেন্ডের গোটা ভিডিয়ো জুড়ে রয়েছে ধুন্ধুমার অ্যাকশন। জিৎকে দেখা গেল দুটো রূপে। কখনও সে দুঁদে নার্কোটিক্স বিভাগের অফিসার, কখনও আবার সে একজন বাবা। তাঁর পরিচয় কি অফিসার ভিক্টর যাঁকে আন্ডার ওয়ার্ল্ডের সবাই ভয় পায় নাকি অর্জুন? নাকি রয়েছে অভিনেতার দ্বৈত চরিত্র উত্তর মিলবে পর্দায়। কিন্তু এখানে যে একজন বাবার রূপ বদলের ছবি ফুটবে উঠবে নিজের সন্তানকে বাঁচানোর জন্য সেটা স্পষ্ট।
আরও পড়ুন: শেষ প্রধানের শুটিং, দেবের সঙ্গে আদুরে ছবি দিয়ে বিশেষ বার্তা 'মিঠাই' সৌমিতৃষার
আরও পড়ুন: হিন্দুদের জন্যই গণতন্ত্র পেয়েছে ভারত! দীপোৎসবে গিয়ে সকলকে 'জয় সিয়া রাম' বলার আহ্বান জাভেদ আখতারের
জিতের বিপরীতে আন্ডার ওয়ার্ল্ডের ডন হিসেবে আছেন জিতু। নায়ক থেকে সোজা নেতিবাচক শেডের চরিত্র। সঙ্গে আছেন পুলিশ অফিসারের চরিত্রে বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। জিতের লাভ ইন্টারেস্ট হিসেবে আছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। মূলত এই চারজন এবং জিতের মেয়ে ওরফে অয়না চট্টোপাধ্যায়কে ঘিরে আবর্তিত হবে ছবি।
ট্রেলারে যেমন ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য আছে, তেমনই আছে রোম্যান্টিক গানের ঝলক। বাদ গেল না নজর কাড়া সংলাপ। 'কালো টাকার দুনিয়ায় তোরা দাস, আর পরিণতি বেওয়ারিশ লাশ', 'মানুষ হিসেবে আমি হারতে পারি, কিন্তু বাবা হিসেবে আমি জিততে চাই' বাহবা পাওয়ার মতোই।
আগামী ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে জিৎ ফিল্মওয়ার্কস প্রযোজিত ছবি মানুষ। ছবিটির পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। অভিনয়ে জিৎ ছাড়া আছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, বিদ্যা সিনহা মীম, জিতু কমল, প্রমুখ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports