বক্স অফিসে রীতিমত দাপট দেখিয়ে যেন হুংকার ছাড়ছে কেশরী চ্যাপ্টার ২। মাত্র ৫ দিনেই ৪০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে অক্ষয় কুমারের ছবি। জাট এখনও টুকটুক করে বক্স অফিসে লড়াই চালাচ্ছে, তবে সিকান্দরের ব্যবসা একদমই তলানিতে এসে ঠেকেছে। মঙ্গলবার কোন ছবি কেমন ব্যবসা করল?
কেশরী চ্যাপ্টার ২ ছবির বক্স অফিস কালেকশন
মুক্তির পর এটাই কেশরী চ্যাপ্টার ২ ছবিটির প্রথম মঙ্গলবার। এদিন সোমবারের তুলনায় বেশ কিছুটা আয় বেড়েছে ছবির। পঞ্চম দিনে ৪ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে অক্ষয়ের ছবি। ফলে বর্তমানে ৩৮ কোটি ৭৫ লাখ টাকার সর্বমোট ব্যবসা করেছে কেশরী চ্যাপ্টার ২। এমনটাই সচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: বিয়ের বছর পার, পান পাতা সরিয়ে ফের রাতুলের সঙ্গে শুভদৃষ্টি রূপাঞ্জনার! হল আর কোন কোন নিয়ম?
মুক্তির দিন অর্থাৎ শুক্রবার অক্ষয় কুমার অভিনীত ছবিটি ৭ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। শনি এবং রবিবার যথাক্রমে সেই আয় বেড়ে হয় ৯ কোটি ৭৫ লাখ এবং ১২ কোটি। সোমবারে আয়ের কিছুটা পতন হয়। এদিন ৪ কোটি ৫০ লাখ টাকা ঘরে তুলেছে কেশরী চ্যাপ্টার ২। ফলে বর্তমানে এটি ৪০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।
জাট ছবির বক্স অফিস কালেকশন
সানি দেওল অভিনীত ছবিটি দ্বিতীয় মঙ্গলবার ২ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে ভারতীয় বক্স অফিসে জাট ছবির মোট আয় ৭৮ কোটি ২৫ লাখ টাকা। প্রথম সপ্তাহে এটি ৬১ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় শুক্রবার সেই আয়ের পরিমাণ ছিল ৪ কোটি টাকা। শনিবার কিছুটা আয় কমে হয় ৩.৭৫ কোটি টাকা। রবিবার যদিও ফে বাড়ে আয়, এদিন ৫ কোটি টাকা ঘরে তুলেছে জাট। সোমবার দিন ১ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে।
সিকান্দর ছবির বক্স অফিস কালেকশন
সিকান্দর ছবিটির হিন্দি ভার্সন মুক্তির পর ২৪ তম দিনে মাত্র ৪ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে এই ছবির আয় যে একেবারেই তলানিতে এসে ঠেকেছে সেটা নিঃসন্দেহে বলা যায়।
কেশরী চ্যাপ্টার ২ প্রসঙ্গে
কেশরী চ্যাপ্টার ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী ২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।
আরও পড়ুন: ভরত কল অতীত, দ্বিতীয়বার ছাদনাতলায় যাচ্ছেন অনুশ্রী দাস? জল্পনা রটতেই কী বললেন?
জাট প্রসঙ্গে
গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে জাট। এই ছবিটির পরিচালনা করেছেন গোপী চাঁদ মালিনেনি। মাইথেরি মুভি মেকার্স প্রযোজনা সংস্থার তরফে এটি প্রযোজনা করেছে। মুখ্য ভূমিকায় সানি দেওল, রণদীপ হুডা, সাইয়মি খের আছেন।
সিকান্দর প্রসঙ্গে
সিকান্দর ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই ছবিতে সলমন খান ছাড়াও আছেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রতীক বব্বর প্রমুখ। গত ৩০ মার্চ, ইদের ঠিক মুখেই মুক্তি পেয়েছে এই ছবি।