
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একের পর এক খুনের হুমকি। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর টার্গেট এখন সলমন খান। আর তাই বুলেট প্রুফ গাড়ি কিনেছেন, এমনকি ভাইজান-এর গাড়িতে নজরদারির জন্য বসেছে অত্যাধুনিক গেজেট। এত কিছুর পরও মুম্বইয়ের রাস্তায় দিব্যি হলুদ-কালো ট্যাক্সি চড়ে কেন ঘুরে বেড়াচ্ছেন সলমন খান? প্রাণের ভয় কি নেই? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সল্লুর ট্যাক্সি চড়ে ঘুরে বেড়ানোর ভিডিয়ো। এমনকি ট্যাক্সি থেকে নেমে দিব্য়ি গট গট হাঁটতে এবং কোথাও একটা ঢুকতেও দেখা গিয়েছে তাঁকে। আর এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন সুপারস্টারের অনুরাগীরা। সকলেরই প্রশ্ন, নিরাপত্তা কোথায়? এভাবে ঘুরছেন কেন? আজ্ঞে নাহ। খোঁজ নিয়ে জানা গেল ভিডিয়োটি আসলে সলমনের আগামী ছবি 'সিকন্দর'-এর শ্যুটিংয়ের। বিগ বস ১৮-এর শেষ, আর তাই সঞ্চলনা থেকেও আপাতত বিরতিতে রয়েছেন ভাইজান। তাই এবার মন দিয়েছেন 'সিকন্দর'-এর শ্যুটিংয়ে। ছবির শ্যুটিংয়েই ওই হলুদ-কালো ট্যাক্সিতে উঠেছিলেন ভাইজান। তাঁর পরনে ছিল নীল শার্ট আর ডেনিম প্যান্ট। গাড়ি থেকে নেমে দিব্যি হেঁটে চলে যেতেও দেখা যাচ্ছে তাঁকে। আবার অভিনেতা নামতেই ট্যাক্সিওয়ালাকেও তাঁর উদ্দেশ্যে চেঁচিয়ে চেঁচিয়ে কিছু বলতে। তবে সেসবের তোয়াক্কা না করেই গন্ডব্যে ঢুকে যান সলমন। আবার শ্যুটিং দেখতে সেখানে ভিড়ও জমিয়েছিলেন বহু লোকজন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports