বলিউড অভিনেতা শেহজাদ খান, যিনি 'আন্দাজ আপনা আপনা' এবং ভারত-এর মতো ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন। সম্প্রতি তিনিই সুপারস্টারের উদারতা নিয়ে মুখ খুলেছেন। ইন্ডিয়া টু-ডে ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহজাদ বক্স অফিসে সলমনের সাম্প্রতিক ছবিগুলির ব্যর্থতার কারণ নিয়ে নিজস্ব মতামত জানিয়েছেন।
সলমনকে নিয়ে ঠিক কী বলেছেন শেহজাদ?
শেহজাদ জানিয়েছেন, সলমন তাঁর পুরোনো বন্ধু। সলমনের একের পর এক নিম্নমানের ছবি মুক্তির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি উল্লেখ করেছেন। শেহজাদ বলেন, ‘এটা অর্থহীন। সম্পূর্ণ অর্থহীন। হ্যাঁ, ওর ছবিগুলির সাফল্য না পাওয়া অবশ্যই একটা ব্যাপার, কিন্তু সলমন খান কখনোই শেষ হতে পারেন না। ঈশ্বর যতক্ষণ না তাঁকে ডাকবেন, তিনি চলতেই থাকবেন। সলমন খানের কোনও বিকল্প নেই। টাইগার জিন্দা হ্যায় — অউর জিন্দা হি রহেগা। সলমনের ছবি আসবে আবার সুপার-ডুপার হিট হবে। ওর শেষ হওয়ার কথা বলাটাই সম্পূর্ণ অর্থহীন। ইউটিউবে সলমনের বিরুদ্ধে কথা বলে যাঁরা নিজেদের দোকান চালাচ্ছেন — আমাদের তাঁদের কাউকেই গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘সলমনের ভুল চিত্রনাট্যে কাজ করার অন্যতম কারণ ও ওর বন্ধুদের, যাদের কাজ নেই, তাদের কাজ দেওয়া চেষ্টা করে। আমি নাম নেব না, কিন্তু সিকান্দরে ও একজন অভিনেতাকে সুযোগ দিয়েছিলেন। সেই ব্যক্তি ওকে (সলমন) বলেছিল, ‘ভাই, আমার কাজ নেই’। আর তাই সলমন সহজেই ওকে বলে দেয় ‘সিকান্দার করো।’ সলমন এমনই। ও নিঃস্বার্থভাবে সকলকে সাহায্য করে। কিন্তু ও কারোর আনুগত্য আশা করে না। সে বিশ্বাস করে ঈশ্বরই দাতা। ও কখনোই স্বার্থপরতার উদ্দেশ্যে নিয়ে কিছু করেনা।’
সলমন খানের সাম্প্রতিক ছবি
২০২৩ সালে সলমনের 'কিসি কা ভাই, কিসি কা জান' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, ছবিটি বিশ্বব্যাপী মাত্র ১৮৪.৬ কোটি আয় করেছিল। এমনকি সল্লু অত্যন্ত চর্চিত ছবি, টাইগার- থ্রি, যা একই বছরে মুক্তি পেয়েছিল, সেটির আয়ও বিশেষ ভালো নয়। ছবিটি বিশ্বব্যাপী ৪৬৪ কোটি আয় করে। সল্লু সম্প্রতি A.R. মুরুগাদোস এর সিকন্দরের হাত ধরে বক্স অফিসে ফিরে আসেন। তবে, এই ছবিটিও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, Sacnilk-এর মতে, বিশ্বব্যাপী মাত্র১৮৪.৬ কোটি আয় করেছে।
এই মুহূর্তে ‘ভাইজান’এর হাতে রয়েছে আরও দুটি ছবি। সিকন্দরের-এর প্রচারমূলক অনুষ্ঠানে, সলমন ঘোষণা করেন যে তিনি একটি অ্যাকশন ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে ফের কাজ করতে চলেছেন। এছাড়াও, তার সাজিদ নাদিয়াদওয়ালা-এর Kick 2-এর কাজ চলছে।