জিম্বোবোয়ে সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার জিম্বাবোয়ের মাটিতেই অনুষ্ঠিত পরবর্তী ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেল প্রোটিয়া দল। উল্লেখ্য, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও এই সিরিজে মাঠে নামছে নিউজিল্যান্ড।
হারারেতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সম্মুখসমরে নামে জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকা। টস হেরে আয়োজক দলকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রোটিয়া দলনায়ক রাসি ভ্যান ডার দাসেন। ক্যাপ্টেন সিকন্দর রাজার দাপুটে হাফ-সেঞ্চুরির সুবাদে জিম্বাবোয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান সংগ্রহ করে।
অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি সিকন্দর রাজার
সিকন্দর রাজা ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। ২৮ বলে ৩০ রানের সতর্ক ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। তিনি ৪টি চার মারেন। এছাড়া ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৯ রান করেন রায়ান বার্ল। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন জর্জ লিন্ডে। ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন লুঙ্গি এনগিদি। ৪ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নেন নান্দ্রে বার্গার।
ব্যাট হাতে ঝড় তোলেন ডেওয়াল্ড ব্রেভিস
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৫.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৫ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে প্রোটিয়া দল। ডেওয়াল্ড ব্রেভিস ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৭ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৫ রান করেন রুবিন হারমান।
১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন করবিন বশ। তিনি ৩টি চার মারেন। ক্যাপ্টেন দাসেন ১৬ রান করে সাজঘরে ফেরেন। ১৩ বলের সংক্ষিপ্ত ইনিংসে তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
জিম্বাবোয়ের হয়ে ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন রিচার্ড এনগারাভা। ১৫ রানে ২টি উইকেট নেন ট্রেভর। উইকেট পাননি সিকন্দর রাজা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিস।