কিছুদিন আগেই 'চিরসখা'য় 'প্লুটো'র মৃত্যু নিয়ে দর্শকরা ক্ষোভে ফেটে পড়েছিলেন। সমাজমাধ্যমেও হয়েছিল বিস্তর চর্চা। অনেকে আবার লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের দিকেও নানা প্রশ্নবান ছুঁড়ে দিয়েছিলেন। ফলে শেষ পর্যন্ত নির্মাতা একটি লাইভের মাধ্যমে গল্পে কেন এমন দেখানো হল সেই দিকটা দর্শকদের কাছে তুলে ধরেছিলেন। আর এই সব কিছু চর্চার মাঝেই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার ‘প্লুটো’ পার্থ বেরা? হবু পাশে বউকে নিয়েই খেলেন আইবুড়ো ভাত?
ছবি অনুযায়ী বুধবার পার্থর হবু স্ত্রী বর্ণিনী চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রামে কিছু ছবি ভাগ করে নেন। সেখানে লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে নায়ককে দেখা যায়। তাঁর পাশে তাঁর হবু স্ত্রীরও দেখা মেলে। রূপালি জরির কাজ করা লাল বেনারসী ও লালা স্লিভলেস ব্লাউজে বেশ দেখাচ্ছিল তাঁকে। হালকা মেকআপ, লাল টিপ, ভারী নেকলেস ও দুলে সেজে উঠেছিলেন তিনি। তাঁদের ব্যাকগ্রাউন্ডও সাজানো ছিল লাল সাদা কাপড়, ফুলের মালা ও তালপাতার পাখা দিয়ে। তাঁদের সামনে মাটির থালা বাটিতে সাজানো ছিল, সাদা ভাত, লুচি, ডাল, তরকারি, ইলিশ মাছ, পোলাও, মটন, আমের চাটনি, রসগোল্লা, পায়েস-সহ নানা রকমের পদ, মাটির গ্লাসে ছিল জল।
কিন্তু এত যে আয়োজন, পার্থ কি তবে সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? নাকি এটাও বর্তমান ট্রেন্ডের মতো কোনও ফটোশ্যুটের জন্য? বর্ণিনী এই ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আইবুড়ো ভাত খেয়েই নিলাম। অসংখ্য ধন্যবাদ @steaminmugskolkata সব কিছু এত সুন্দর করে আয়োজন করার জন্য।' ফলে তা থেকেই কিছুটা হলেও বোঝা আন্দাজ করা যায় রেস্তোরাঁর জন্যই মনে হয় এমন ফটোশ্যুট করেছেন তাঁরা।
আরও পড়ুন: সাবিত্রীর সাজ নিয়ে কটাক্ষ! 'মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না…', জবাব বর্ষীয়ান অভিনেত্রী
তাঁদের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, 'ঝটকা তো, সেরা ব্যাপার বন্ধু।' আর একজন লেখেন, ‘খুব সুন্দর লাগছে।’ আর একজন লেখেন, ‘পার্টি পাবো না।’ আর এক ব্যক্তি লেখেন, 'পারফেক্ট বর-বউ হবে।' আবার আর একজন লেখেন, ‘এটা ফটোশ্যুট আমি সিওর।’ তবে পার্থর সঙ্গে ছবিতে থাকা বর্ণিনী কী করেন? তিনিও পেশায় একজন মডেল, পাশাপাশি অভিনয়ও করেন। নায়িকাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে দেখা গিয়েছিল।