কথা-র জমজমাট পর্ব চলছে বিগত কয়েকসপ্তহ ধরে। যেখানে দেখা গিয়েছে, এক বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে কথা। যদিও বিস্ফোরণের পর, খুঁজে পাওয়া যায়নি কথা-র মরদেহ। কিন্তু পরিবার ধরেই নেয় কথা মৃত। তারপর থেকেই ছন্নছাড়া অগ্নিভ অর্থাৎ এভি-র জীবন। বউ কথাকে হারিয়ে পাগলপ্রায়। ডুবেছে নেশায়, মুখ ভরা দাড়ি। কিন্তু তখনই এভির জীবনে এন্ট্রি হয় বুলির। যাকে হুবহু কথা-র মতোই দেখতে। কিন্তু স্বভাবে একেবারে আলাদা।
এতদিন ধরে দর্শকমনে প্রশ্ন ছিল, এই বুলিই কি কথা? অবশেষে সেই প্রশ্নের উত্তর পাবেন দর্শকরা। কারণ নতুন প্রোমো-তে দেখা যাচ্ছে , চিন্তার ভাঁজ পড়েছে কলকাতার প্রশাসনিক কর্মকর্তাদের কপালে। কারণ একটি ফুলের থেকে তৈরি করার চেষ্টা চলছে জৈব বিষ। আর যার প্রয়োগ হলে মারা যাবে সাধারণ মানুষ।
সেই তদন্তের ভারই এসে পড়েছে বোটানি এক্সপার্ট কথাকলির উপরে। পুরনো সাজেই দেখা মিলল সুস্মিতার। তবে কথা প্রশ্ন করে, সে কি এবার বুলির ছদ্মবেশ ছেড়ে, ফিরতে পারে তাঁর বাড়িতে? কিন্তু নিষেধ করে পুলিশ। বলে, ‘সবচেয়ে বেশি বিপদে আপনার স্বামী, অগ্নিভ’।
এরপর ফের দেখানো হয় গুহ বাড়ি। দেখা যায়, এভির হাত ধরে টেনে তার মাথায় প্রসাদি ফুল ছোঁয়াতে চায় কথা থুরি বুলির সাজে থাকা কথা। কিন্তু বাধা দেয় এভি। পাশে ফ্রেমবন্দি কথার দিকে তাকিয়ে সে বলে ওঠে, ‘আমার আর নতুন করে কি ক্ষতি হবে?’ আর তা বলে এগিয়ে যেতেই খায় হোঁচট। আর সেই সময়ই বুলির মুখ থেকে বেরিয়ে আসে, ‘পাচকমশাই’! ছুটে আসে এভি। নিজের দিকে বুলিকে টেনে ধরে বলে ওঠে, ‘কী বললে তুমি?’
আর কথার এই প্রোমো শেয়ার হতে না হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘণ্টা দুয়েকে ভিউজ ছাড়িয়েছে ১৮ লাখের গণ্ডি। ৬৭ হাজার লাইক, হাজার দুয়েক কমেন্ট। একজন লেখেন, ‘প্রোমোটা তিন-চারবার দেখে ফেললাম’। আরেকজন লিখলেন, ‘আমি আনন্দে আজ ভাত খাব না।’ তৃতীয় কমেন্টে লেখা হয়, ‘শুরু থেকেই বিশ্বাস ছিলো বুলিই আমাদের কথা’। পঞ্চমজন লিখলেন, ‘দারুন প্রমো, গায়ে কাঁটা দিয়ে উঠল এইটা দেখে’। আরেকজন লেখেন, ‘এইবার পুরো জমে যাবে। তাঁর মানে বুলি ওরফে কথার স্মৃতি ছিল, কিন্তু শত্রুদের ধরার জন্য স্মৃতি হারানোর নাটক করছিল। খুব এক্সসাইটেড।’