ইরফান খানের ছেলে বাবিল খান ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমা এবং সিরিজে অভিনয় করেছেন তিনি। কিন্তু এর মধ্যেই হঠাৎ ইনস্টাগ্রামে তিনি এমন একটি ভিডিয়ো পোস্ট করলেন যা দেখে হতবাক হয়ে যান সকলে। বলিউডের বেশ কয়েকজন তারকাকে উদ্দেশ্য করে এই ভিডিয়ো তৈরি করেছিলেন তিনি। যদিও কয়েক সেকেন্ডের মধ্যে সেটা ডিলিট হয়ে যায়, কিন্তু ততক্ষণে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি।
ইরফান পুত্রের এই ভিডিয়ো দেখে অনেকেই মনে করেছেন বাবিল হয়তো মানসিকভাবে স্থিতিশীল নন। কোনও ঘটনায় মানসিক অবসাদে রয়েছেন তিনি। কেউ কেউ আবার বাবিলের পাশে থাকার অঙ্গীকার করেছেন। কেউ আবার টেনে নিয়েছেন সুশান্ত সিং রাজপুত প্রসঙ্গ। এবার এই প্রসঙ্গে কথা বললেন রাজ বব্বরের ছেলে প্রতীক বব্বর।
আরও পড়ুন: মুসলিম হয়েও হিন্দু রীতি মেনে পুজো উরফির, হামাগুড়ি দিয়ে গেলেন কোন মন্দিরে?
আরও পড়ুন: পেঁয়াজ-রসুনে না, নিজস্বী তুলতেও বাধা! মেট গালায় যেতে মানতে হবে কী কী আজব নিয়ম?
সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রতীক বলেন, ‘ইরফান খানের ছেলে হওয়া সত্যিই সহজ কাজ নয়। ইরফান খান এমন সময় মারা গিয়েছেন যখন বাবিল কিশোর বয়সী একটি ছেলে। বাবিলের প্রসঙ্গে আমার কয়েকজন বন্ধুদের সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি বারবার এটাই বলছিলাম বাবিল যেন নিজের ক্ষতি না করে। ও এখনও অনেক ছোট, ও এখন কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা আমি একটু হলেও বুঝতে পারি।’
প্রতীক আরও বলেন, ‘ইরফান খান এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু বলিউড নয় হলিউডের অভিনয় করেছেন। এমন একটি মানুষকে খুব কাছ থেকে দেখেছিল বাবিল। এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সহজ নয়। গতকাল বাবিলের কথা ভেবে আমি সারারাত কেঁদেছি। এক মুহূর্ত স্থির হতে পারছিলাম না। খুব অস্বস্তি বোধ হচ্ছিল। একজন বিখ্যাত বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া সহজ কথা নয়, তারপর তিনি যদি হন ইরফান খান।’
আরও পড়ুন: কিং বেশে শাহরুখ, রাজকীয় অবতারে দিলজিৎ, মেট গালায় চমক দিলেন ভারতীয় তারকারা
আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারের সঙ্গে বিচ্ছেদের পর লেখেন খোলা চিঠি, চেনেন বাবিলের প্রাক্তনকে?
প্রসঙ্গত, রবিবার সোশ্যাল মিডিয়ায় বাবিল যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন সেখানে তাঁকে কাঁদতে দেখা যায়। কাঁদতে কাঁদতে তিনি অনন্যা পান্ডে, শানায়া কাপুর, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিং-এর নাম উল্লেখ করেছেন। বলিউড জগত যে কতটা ভুয়ো এবং ভয়ঙ্কর, তা বারবার উঠে এসেছে বাবিলের কথায়।
তবে বাবিলের এই পোস্ট করার কিছুক্ষনের মধ্যেই তাঁর টিমের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘প্রত্যেক মানুষের জীবনে একটি কঠিন দিন বা সময় আসে, বাবিলের ক্ষেত্রেও তেমনি একটি দিন ছিল। তবে উনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন। নিরাপদে আছেন। বাবিলের কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে, উনি সেটা বলতে চাননি যেটা দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলে পাশে থাকবেন।’