
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এদিন ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাপন। আর সেখানেই তাঁকে এদিন একটি বিশেষ অনুরোধ করতে দেখা যায় বিচারক তথা গায়িকা শ্রেয়া ঘোষালকে। সহ গায়কের কাছে এদিন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা রীতিমত বায়না করেন এবারের অন্যতম প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে যেন তিনি গান করেন। আর সেই অনুরোধ কি আর ফেলা যায়?
আরও পড়ুন: খাদান জ্বরে থরহরি কাঁপছে বাংলা! প্রথম দিনেই ঘরে কত তুলল দেবের ছবি?
সোনি চ্যানেলের তরফে এদিন ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে পাপন কথা বলছেন, আর তাঁকে কথার মাঝে থামিয়ে বিশাল দাদলানি বলে ওঠেন, 'এটা কী হচ্ছে! শ্রেয়া কথা বললেও মনে হয় গান গাইছে। এদিকে পাপন কথা বললেও মনে হয় গান গাইছে!' তাঁর কথায় সকলেই হেসে ওঠেন। পাপন বলেন, 'আপনি এত ভালো কথা বলেন, আমি কি আর কিছু বলব?' তখনই শ্রেয়া বায়না জুড়ে বসেন।
শ্রেয়া ঘোষাল এদিন পাপনের কাছে অনুরোধ করেন শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে যদি তিনি একটা গান গেয়ে শোনান। আর সেই অনুরোধ রাখেন পাপন। মঞ্চে দিয়ে তিনি তাঁর এবং শ্রেয়া ঘোষালের গাওয়া মোহ মোহ কে ধাগে গানটি শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে গান। তাঁদের গানে মোহিত হয়ে যান সকলেই। মুগ্ধ গায়িকা উঠে দাঁড়িয়ে বলেন, 'মনে হল যেন গঙ্গা ব্রহ্মপুত্রের মিলন ঘটল।' এই বিষয়ে বলে রাখা ভালো শুভজিৎ চক্রবর্তী বাংলার ছেলে আর পাপন অসমের।
আরও পড়ুন: তিনতলা কেক কেটে বিয়ের ২৫ বছর উদযাপন! টোটা-শর্মিলীর রৌপ্যজয়ন্তী বিবাহবার্ষিকীতে এলেন কারা?
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত সাড়ে ৮ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে, আগে এটি রাত ৯ টায় দেখা যেত, সদ্যই বদলেছে সময়। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি
6.88% Weekly Cashback on 2025 IPL Sports