শ্রেয়া ঘোষালের প্রশ্ন ছিল ‘সবচেয়ে মিউজিক্যাল ফুড’ কী? এর উত্তর অপর দুই বিচার কুমার শানু ও বিশাল দাদলানি কেউই দিতে পারেননি। বিশাল বলেন যে এটি শালগাম (শালগম) হতে পারে কারণ এটি সারগামের মতো শোনাচ্ছে। কুমার শানু বলেন, 'শেক' হওয়ার কারণে এটি মিল্কশেক হতে পারে। যদিও শ্রেয়া দুটিকেই ভুল উত্তর বলে জানান।
শ্রেয়ার প্রশ্নের উত্তর দিতে পারলেন না কুমার শানু ও বিশাল দাদলানি
৭ অক্টোবর, রবিবার থেকে শুরু হয়েছে 'ইন্ডিয়ান আইডল-১৪'। এবারের সিজনে বিচারকের আসনে রয়েছেন কুমার শানু, শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানি। ইতিমধ্যেই শোয়ের বেশকিছু প্রমো চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। তারই একটি প্রমোতে শ্রেয়াকে অন্য দুই বিচারকের কাছে মজার প্রশ্ন রাখতে দেখা যায়।
ঠিক কী প্রশ্ন রেখেছিলেন শ্রেয়া?
শ্রেয়া ঘোষালের প্রশ্ন ছিল ‘সবচেয়ে মিউজিক্যাল ফুড’ কী? এর উত্তর অপর দুই বিচার কুমার শানু ও বিশাল দাদলানি কেউই দিতে পারেননি। বিশাল বলেন যে এটি শালগাম (শালগম) হতে পারে কারণ এটি সারগামের মতো শোনাচ্ছে (মিউজিক্যাল নোট)। কুমার শানু বলেন, 'শেক' হওয়ার কারণে এটি মিল্কশেক হতে পারে। যদিও শ্রেয়া দুটিকেই ভুল উত্তর বলে জানান। অবশেষে নিজেই উত্তরটা দিয়ে দেন তিনি। বলেন, 'দোসা'। কুমার শানু তখন উত্তরটির ব্যখ্যা করে বলেন, ‘সা’, ‘সা’, দো অর্থাৎ দুটো 'সা' রয়েছে এখানে। শানুর কথায় হেসে ফেলেন শ্রেয়া ঘোষাল।