বিশ্বজুড়ে বিরাট ফ্য়ান ফলোয়িং অভিনেতা অমিতাভ বচ্চনের। নিউ জার্সির এক ভারতীয়-আমেরিকান পরিবার তাঁদের বাড়ির বাইরে বিগ বি-র মূর্তি তৈরি করে স্থাপন করেছেন। টুইটার হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন তাঁরা।
টুইটারে ছবি শেয়ার করে গোপী শেঠ লিখেছেন, ‘শনিবার, ২৭ অগস্ট আমরা এডিসন এনজে ইউএসএ-তে আমাদের নতুন বাড়ির সামনে @SrBachchan মূর্তি স্থাপন করেছি। মিস্টার বচ্চনের অনেক ভক্ত মিস্টার বচ্চনের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।' আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে নামী পোশাক শিল্পী কুণাল রাওয়াল-অর্পিতা মেহতা, বিয়ের অন্দরের ছবি
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গোপী বাবু বলেন, ‘তিনি আমার এবং আমার স্ত্রীর কাছে দেবতার চেয়ে কম কিছু নন। তাঁর যেই জিনিসটি আমাকে অনুপ্রাণিত করে তা হল- রিল লাইফ নয়, বাস্তব জীবনও তিনি যেভাবে জনসমক্ষে নিজেকে পরিচালনা করেন, নিজেকে মেলে ধরেন এবং যোগাযোগ করেন… বলার মতো ভাষা নেই। ও খুবই ডাউন-টু-আর্থ। ভক্তদের যত্ন নেন। অন্য তারকাদের মতো নন। এই কারণেই আমি ভেবেছিলাম আমার বাড়ির বাইরে তাঁর মর্যাদা থাকা উচিত।’ আরও পড়ুন: Didi No 1: ‘দিদি আপনি ভূত দেখেছেন?’, হাউস হেল্পার দিদির প্রশ্নে হতবাক রচনা! কেসটা কী?