এবার পুজোয় আছে 'দেবী চৌধুরাণী'। ১৩ অগস্ট মুক্তি পেয়েছিল 'দেবী চৌধুরাণী'র টিজার। আর স্বাধীনতা দিবসে সেই টিজার বাংলার ছবির ইতিহাস নতুন মাইলফলক সৃষ্টি করল। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিদেশের মাটিতে গড়ল নতুন নজির।
আরও পড়ুন: 'খুব নোংরা লাগত…', পিরিয়ডের সময় মন্দিরে যাওয়া নিয়ে যা বললেন কঙ্গনা
নিশ্চয়ই ভাবছেন ব্যপার কী? ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে উপলক্ষ্যে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে 'দেবী চৌধুরাণী'র টিজার প্রদর্শন করা হল। কিছুদিন আগেই এই টিজার প্রকাশ্যে এসেছিল।
সেখানে প্রথমেই পর্দার 'ভবানী পাঠক' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গুরুগম্ভীর গলায় বলতে শোনা যায়, ‘১৭৭০ খ্রিস্টাব্দে লোভী ইংরেজদের হাত থেকে মাতৃভূমিকে বাঁচাতে গর্জে ওঠা এক দল সন্ন্যাসী বিদ্রোহীদের ইতিহাস এই গল্পে। একবিন্দু লোহা থেকেই গড়ে ওঠে এক শাণিত তরবারি।’ এরপরই দেখা যায় শিষ্যকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন ভবানী পাঠক।
আরও পড়ুন: 'কখনও না বলা…', অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়া প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা